সাতকানিয়ায় অস্ত্র উদ্ধার, নেপথ্যে কে ?

লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ২৮ মার্চ, ২০১৩, ০৯:৫৯:১২ রাত

রফিক্কা ডাকাত ও অস্ত্র ব্যবসায়ী নুইরগার বাড়ির সামনে থেকে সাতকানিয়া থানা পুলিশের অস্ত্র উদ্ধার।

সাতকানিয়া ব্লগ ডট কম নামের এইটি ব্লগ নিউজ করেছে নিম্মরূপ:

‘‘ টমেটোর বস্তায় অস্ত্র পাচার।। সাতকানিয়ায় অস্ত্রসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

সাতকানিয়া থানা পুলিশ অস্ত্রসহ ২ রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করেছে। তারা হলো মিয়ানমারের মংডু এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র রাকিবুল ইসলাম (২৩) ও একই এলাকার মোহাম্মদ ইউসুফের পুত্র আজিজুল্লাহ (২২)। এএসআই ইয়ামিন সুমনের নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলার সোনাকানিয়া সরকারি প্রাইমারি স্কুল এলাকা হতে তাদের গ্রেপ্তার করেন। তাদের সাথে থাকা টমেটো ভর্তি বস্তা হতে ১টি এলজি (দেশীয় তৈরী একনলা বন্দুক) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে এএসআই ইয়ামিন সুমন জানান,গ্রেপ্তারকৃত রোহিঙ্গা নাগরিকদ্বয়কে কেওচিয়া বাইন্যা পাড়ার জনৈক ব্যাক্তি মঙ্গলবার সন্ধ্যায় একটি টমেটো ভর্তি বস্তা দিয়ে সিএনজি টেক্সী করে সোনাকানিয়া সুগন্ধা ক্লাব এলাকায় পৌঁছে দিতে বলেন। সেখান থেকে অপর ব্যাক্তি এসে তাদের কাছ থেকে বস্তাটি নিয়ে যাবার কথা। টমেটোর বস্তায় অস্ত্র চালানের গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে এএসআই ইয়ামিন সুমন, এএসআই আব্দুস সালাম মুন্সি ও এএসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উক্ত ব্যাক্তিদ্বয়কে গ্রেপ্তার করেন। তাদের স্বীকারোক্তিমতে তাদের সাথে রক্ষিত বস্তার ভিতর হতে একনলা বন্দুকটি উদ্ধার করা হয়। তাদের বহনকারি সিএনজি টেক্সীটিও জব্ধ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বৈদেশিক নাগরিক আইনে দুটি মামলা দায়ের হয়েছে। তাদেরকে হরতালের কারণে বুধবার আদালতে সোপর্দ করা সম্ভব হয়নি বলে থানা সূত্রে জানা গেছে। এদিকে অস্ত্র বহনকারি রোহিঙ্গা নাগরিকদ্বয় গ্রেপ্তার হলেও কেওচিয়া বাইন্যা পাড়া হতে অস্ত্র সরবরাহকারি এবং সোনাকানিয়া সুগন্ধা ক্লাব এলাকার অস্ত্র সংগ্রহকারির পরিচয় উদঘাটন করতে পারেনি পুলিশ। গ্রেপ্তারকৃতরাও তাদের পরিচয় জানাতে পারেনি। ’’

এদিকে গত কয়েক বছর থেকে অত্র এলাকার কবির বৈদ্যের ছেলে ডাকাতি মামলার আসামী রফিক্কা ডাকাত এর বাড়িতে রাত্রি নিশিতে রুহিঙ্গাদের আনাগোনা ছিল লক্ষনীয় ভাবে । ধারণা করা হচ্ছিল আন্তজেলা ডাকাত দলের সাথে তার যোগাযোগ আছে । রফিকুল ইসলামের ছোট ভাই নুরুল ইসলাম ওরফে গুণ্ডা নুইরগা দীর্ঘদিন সৌদি আরব থাকলেও বর্তমান আওয়ামী দু:শাসনের সুযোগ নিয়ে অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে বলে প্রকাশ । আওয়ামী ছাত্রলীগের সাথে ওদের দুই ভায়ের হরদম যোগাযোগ এবং ওরা এলাকার জামায়াত শিবির এর ঠিকানা বলে দিয়ে পুলিশ ও ছাত্রলীগের গুণ্ডাদের মাধ্যমে এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে । সারা দিন ও নিশিরাতে ওদের বাড়িতে এত এত মোটর সাইকেল নিয়ে কারা আসে, কেনই বা আসে তা সঠিক ভাবে তদন্ত করলেই ঘঠনা বের হয়ে আসবে ।

ফেইস বুক থেকে:

Good Luck http://www.facebook.com/photo.php?fbid=111987382329438&set=a.106041479590695.1073741827.100005545298071&type=1&theater

Good Luck http://www.facebook.com/photo.php?fbid=112610252267151&set=a.106041479590695.1073741827.100005545298071&type=1&theater

Good Luck http://www.facebook.com/satkaniablog?ref=ts&fref=ts

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File