আই লাভ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির...
লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ৩০ নভেম্বর, ২০১৪, ০৮:৩৭:৪৯ রাত
আই লাভ ছাত্রশিবির...
বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমার প্রাণের স্পন্দন । আমার শরীরের প্রতিটি রক্তকণিকা যেমন প্রতি নিয়ত লা-ইলাহা’র জিকির করে তেমনি জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের প্রতি আমার সীমাহীন ভালবাসা আর দোয়া সবসময় সবখানে বিরাজমান । হয়তো পরিস্থিতির কারনে দেখাতে পারিনা । কিন্তু তারা মিশে আছে আমার অন্তরে । আমি আমার ধর্মকে যেমন ভালবাসি, আমি আমার দেশকে যেমন ভালবাসি, আমি আমার মা-বাবা ভাইবোনকে যেমন ভালবাসি, আমি আমার সন্তানকে যেমন ভালবাসি তেমনি আমি ভালবাসি বাংলাদেশ জামায়াতে ইসলামকে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে । হয়তো আমার শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে । হয়তো অন্ধকার কুঠরীতে মাসের পর মাস ধুকে ধুকে দিনাতিপাত করতে হবে । হয়তো আমার ঠিক মতো আহার জুটবে না । তবুও জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের প্রতি আমার মহব্বতের এতটুকু কমতি হবে না।
কেন জানেন ?
কারণ হচ্ছে আমি অনেক ভেবেছি, অনেক চিন্তা-গবেষণা করেছি, অনেক স্টাডী করেছি ।
আমি দেখেছি দল দু‘টির মাঝে আল্লাহর প্রিয় রাসূল হযরত মোহাম্মদ [স:] এর পুরনাঙ্গ জীবনের প্রতিচ্ছবি ।
যে যতই বলুক আমি জানি ইসলামের অনেকগুলো দলের মধ্যে সঠিক দলটি যাচাই করতে গেলে প্রথমেই ইসলামের শত্রুদের চিহ্ণিত করতে হবে । এরপর দেখতে হবে ঐ শত্রুরা ইসলামের কোন দলটিকে নিশ্চিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে..
যে দলটি ইসলামকে মেনে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার মানসে সংগ্রাম করছে শয়তান চাইবে ঐ দলটিকে বিভিন্ন ছলেবলে কৌশলে অপবাদ নিন্দাবাদ দিয়ে কোণঠাসা করে রাখতে ।
নাস্তিক্যবাদিরা, ইসলামের দুষমনেরা যে দলটির বেশী বিরুধীতা করবে বুঝতে হবে সে দলটিই ইসলামের সবচেয়ে সঠিক পথে আছে ।
একসময় আমি মহান আল্লাহর দরবারে একটানা তিনবছর পর্যন্ত প্রার্থনা করেছিলাম আমাকে সঠিক পথের দলটিকে সমর্থন করার তৌফিক দেবার জন্য । অবশেষে আমি নিজেকে ইসলামী ছাত্র শিবিরের মঞ্চের গোড়ায় আবিস্কার করেছি ।
আমি অবাক বিস্ময়ে হতবাক, স্তম্ভিত হৃদয়ে ভ্রুকুঞ্চিত করে নিজের কপালের মধ্যখানে আল্লাহু দেখতে পেয়েছি ।
আমার অন্তর জীবন্ত হয়েছে, আমি আবিস্কার করেছি সহজ সরল পথের দিশারী সঠিক ইসলামী দলটি । তার নাম ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আল্লাহর কাছে চেয়েছি বলেই আল্লাহ, আমার আল্লাহ, আমার মালিক, আমি যার গোলাম, আমি যার দাস, তিনিই আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন ।
তাইতো আমি ইসলামী ছাত্র-শিবির এবং জামায়াতে ইসলামীকে এত-এত-এত ভালবাসি । আমি সঠিক ভাবে নিশ্চিত রূপেই জানি এই ভালবাসা আমাকে ঠকাবে না, ইহকালে শান্তি আর পরকালে মুক্তি – দুটিই আমার চাই । আমি অনেক স্বার্থবাদী, তাইতো আমি ছাত্রশিবিরকে ভালবাসি । আই লাভ ছাত্রশিবির । মনে অনেক দু:খ বেদনা যে জীবনের শ্রেষ্ট একটি স্ট্যাটাস ছদ্মনামে দিতে হল আওয়ামী নাস্তিক্যবাদী পরিস্থিতির কারনে । ক্ষমা করো বন্ধুরা, ঈমানটা যে বড় বেশী দূর্বল ।
ফেসবুকে আমার ষ্ট্যাটাস
বিষয়: বিবিধ
১০৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
This is 'islamic'Chatroshibir!!!!!
মন্তব্য করতে লগইন করুন