টুডে ব্লগে দুটি জিনিস চাই, একটি লাইক বা প্লাস, অপরটি বার্তা অপসন
লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ১১ সেপ্টেম্বর, ২০১৩, ০১:২৭:৩৮ দুপুর
টুডে ব্লগে দুটি জিনিস চাই, একটি লাইক বা প্লাস, অপরটি বার্তা অপসন।
প্লাস অপশনটি এই জন্য চাই যে কারো লেখা ভাল লাগলে অন্তত লাইক বা প্লাসটা দেওয়া যায় । মাইনাস না হয় নাই থাকল, প্লাস থাকতে সমস্যা কোথায় আমি বুঝিনা ।
তারপর চাই বার্তা :
পরস্পর পরিচিত অপরিচিত ব্লগার নিজেদের অনেক কথা আদান প্রদান করতে পারে বার্তার মাধ্যমে । ব্লগে এই অপশন না থাকায় ফেইসবুকে চলে যেতে হয় বার্তা বিনিময় করার জন্য । ব্লগে যদি বার্তার ব্যবস্থা থাকত তাহলে আমার মনে হয় ব্লগাররা আরো বেশী সময় দিত ব্লগে ।
বিঞ্জ ব্লগারদের মতামত যাচাই করে আশা করি ব্লগ কর্তৃপক্ষ সিদ্ধান নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন ।
বিষয়: বিবিধ
১৭৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন