আলহামদুলিল্লাহ... সাভার ট্রাজেডী নিয়ে আমার একটি দাবী হাইকোট বাস্তবায়ণ করতে হুকুম দিয়েছে....
লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ৩০ এপ্রিল, ২০১৩, ০২:৫৭:৫৭ দুপুর
রানা প্লাজার ট্রাজেডীর উপর যতই আলোকপাত করেছি ততই নিজেকে ধিক্কার দিয়েছি । ধিক্কার দিয়েছি এইজন্যই যে এমন একটি দেশে জন্মেছি যে দেশে মানুষকে গিনিপোকার মতও গন্য করা হয়না ।
যে রানার ভবন ধ্বসে এতগুলো তাজা প্রাণ অকালে ঝরে গেল আমি ২৬ এপ্রিল শনিবার প্রথম ফেইস বুকের মাধ্যেমে ক্যাপশন স্ট্যাটাস দিলাম এরকর...
আমার দাবীটি জনপ্রিয়তা পেতে থাকে এবং ফেইসবুকে ছড়িয়ে পড়তে থাকে, ৬০০ বারের মত শেয়ার পায় । অত:পর যখন খবর আসল মুরাদ জং এর মাধ্যমে ২৭ কোটি টাকা ব্যাংক থেকে তুলে আওয়ামীলীগকে ২০কোটি টাকায় রাজি করে বিদেশ যাবার বন্দোবস্ত রানা পাকাপোক্ত করে ফেলল তখন ক্যাপসন দিলাম...এটি ও ২০০ বারের উপরে শেয়ার পায়
আহতদের চিকিৎসারথে যেখানে ইবনে সিনা সর্বচ্চ ত্যাগ স্বীকার করা সত্তে্বও এনাম মেডিক্যালকে ৫ লক্ষ টাকার ফ্রি ওষুধ সরবরাহ করলেন তখন এ্যাপোলোর মত বিলাস বহুল এক্সপেনসিভ হাসপাতাল নিরব ভূমিকা পালন করে যাচ্ছিল যা সত্যিই দু:খজনক ছিল....
ক্যাপসন দিলাম.....
উক্ত ক্যাপসন টি হাজার বারের মত শেয়ার পায় ।
মন যখন ব্যাকুল হয়ে ছটফট করে মরছিল তখন আবারও দাবী নিয়ে সোচ্ছার হলাম যে দাবী একটাই....
আমার করা ক্যাপসনগুলো ভীষণ২১০০, বাঁশেরকেল্লা সহ অনেক সাইবার যোদ্ধাও এক্টিভিস্ট ফলাও করে প্রচার ও শেয়ার করে এবং অনেকেই সতন্ত্রভাবে একই দাবী উত্থাপন করে ।
ফলে তা হাইকোর্ট এর নজরে আসে এবং অবশেষে....
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানা ও ভবনের পাঁচটি পোশাক কারখানার মালিকের যাবতীয় সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
একই সঙ্গে তারা যেন কোনো সম্পত্তি হস্তান্তর না করতে পারেন সে নির্দেশও দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারক মির্জা হোসেইন হায়দার ও বিচারক মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রাজস্ব বিভাগের মহাপরিদর্শক ও নিবন্ধককে এ আদেশ দেন।
সুখবরটি এখানে....।
http://www.rtnn.net//newsdetail/detail/1/3/63085#.UX9_KspEe-U
অনলাইন সাইবার যোদ্ধা/এক্টিভিস্ট জিন্দাবাদ ।
বিষয়: বিবিধ
৪২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন