..." মা "...
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ০৫ মার্চ, ২০১৩, ০৩:১৫:৫০ দুপুর
... " মা "...
যখন রয়েছিলে তুমি সুপ্ত ভ্রুণে
ছিলনা শক্তি সামর্থ্য রুপ কি গুনে ,
পেয়েছিলে আল্লাহ প্রদত্ত রক্তের বাধঁণ
মা সয়ে করেছিল সেই অসাধ্য সাধন।
ধরণী মাঝে এলে তুমি ছিলনা কভু জ্ঞান
শত ভুলে মা কভু করেনিতো অভিমান ,
মমতার আদরে মায়ার চাদরে রেখেছেন তোমাকে
মা ছাড়া "মা" আর ডাকবো বল কাকে !
যে মা জননী চোখের পলকে
দেয়নি আড়াল হতে,
বুকে কুলে লয়ে জেগেছেন যিনি
সকাল সন্ধা কি রাতে !!!
খাওয়ালেন তোমায় না খেয়ে নিজে
বুকের উষ্ণতায় রেখেছেন পৌষে ভিজে ,
অমুল্য দুধ পানে হয়েছি জগৎ গুণী জনা
মা-বাবার রক্ত ঋণ কভু শোধ হবে না।
যখন ছিলে অবুঝ শিশু ধরেছিলে কতো বায়না
আজ বৃদ্ধ মা বাবার কথা একটু কেন সয়না ,
যেমন কর্ম তেমন ফল কর্মেই সৃজন হয়
সবার আসবে এমন সময় মনে রেখো সেই ভয়।
"মা" মাঝে স্বর্গ নরক কর্ম ফলে অদূর
সিক্ত প্রাণে ডাকছি মা তুমি কত মধুর ।
বিষয়: বিবিধ
১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন