Rose তিক্ত হলেও সত্য !!!

লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ০৪ মার্চ, ২০১৩, ০৫:৫৩:৪৫ বিকাল

মন তু্ই সত্য বল

সত্য প্রাণের আছে নবীণ বল,

বাঙালী মোরা নই কাঙালী

ভীতুর তরে লাগুক না তেতো বুলি।

রক্তাক্ত বাংলার প্রান্তর

ক্ষোভের দাবানলে কোটি অন্তর,

ক্ষমতার দম্ভে যেন ফেরাউন নমরুদ

এক ঘাটে সেই জোট নাস্তিক ইয়াহুদ।

সীমাহীন দুর্নীতির সীমা যেন ভঙ্গ

দেশ যায় রসাতলে শেষ নেই রঙ্গ,

পাঞ্জেরী চেয়ে দেখ পাঞ্জাবির পেছন

চাক্ষুষ ব্যর্থতায় সুর তোলে ভিশন।

বাংলার মুমিন ভাই তোমরা যারা

ঘুম ভেঙে জেগে দাও নবীণের সারা,

রক্তের নেশায় উন্মাদ মাতাল

ক্ষমতার লোভে বলে আকাঁশকে পাতাল,

মুসলিমের লাশে পরে পশুর নৃত্য

অমানুষ এরা সেই সুধিজন ভুত্য।

বাকশালি নীল নকশা সবুজ বাংলায়

গণতন্ত্র মুক্তি আদালত কাঠগড়ায়,

ব্যর্থতার পাহাড় ঢাকে মিথ্যার পথে

সহ্য হয়না সত্য সৎ ভিন্ন মতে।

জেনো সূর্য উঠার পূর্ব প্রহর গহীণ আধাঁর ময়

চিরকাল মিথ্যের ক্ষয়ে সত্যের জয় হয়,

জেগেছে বাংলাদেশ এরা সেই বীর

মা মাটি ইসলাম যার পরম আপন নীড়।

বিষয়: বিবিধ

১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File