বাংলা ছাড়বি কিনা বল !!!
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৭:০১ রাত
চোর বাঁচাতে পুকুর চুরি সপ্ন সেতু বিফল
হলমার্ক আর শেয়ার লুটে দায়ী কে তুই বল ?
৭১এর রক্ত কেন ফের বাংলার বুকে
মুমিন কেন নীরব কাঁদে ভাই হারানোর শোকে ?
নাস্তিক কেন হুংকার দেয় মুসলিম রাষ্ট্রে বসে
রাজাকার দোষে মুসলিম কেন একমাত্র ফাসে ?
বাংলা মায়ের দামাল আমি সোনার বাংলার দল
জবাব চাই জবাব তুই দিবি কিনা বল ?
যুদ্ধ ছাড়াই হত্যা কেন শহীদ সেনার দল
একাত্তরের প্রজন্ম নামে কেন বিভেদ বল ?
আমরা নবীণ আমরা তরুণ আমরা কিসের ফল ?
তিস্তা চুক্তি হলোনা কেন বন্ধ কেন কল
ইসলামের এই রাজ্যে কেন নিরপেক্ষের ছল,
জবাব চাই জবাব তুই দিবি কিনা বল ?
গণতান্ত্রিক দেশে কেন দু মুখো নিতী হবে
বিরধী দল ভিন্ন মত কেন জেল জুলুম সবে,
মুসলমি দেশে নির্যাতিত কেন ইসলামিক সব দল
নাস্তিকের ওই আস্ফালণ তার শক্তি কিসে বল ?
জবাব চাই বাংলা ছাড়বি কিনা বল !!!
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন