পুরান খবর (প্যারোডি)
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৭:৩১ সকাল
১.
এইখানে সেই দাদার খবর
পদ্মা নদীর পারে,
চোর বাচাঁতে পদ্মা সেতুর
সপ্ন যেদিন গাড়ে ।
২.
লী মাছি নাস্তি মাছি
কোথা যাও নাচি নাচি,
দাড়াও না একবার ভাই
শাহবাগের গুঞ্জনে
যাই মধু আহরনে
দাড়াবার সময়তো নাই।
৩.
আংকেল আংকেল কুইক রেন্টাল
ভর্তুকী দিয়া সরকার টাল,
হোমরা চোমরা পাইলো মাল
পাবলিক বুজলো এ কার চাল।
৪.
যতদিন রবে মুসেনা নাস্তিক
এই জমীনে সহমান,
ততোদিন রবে হলুদ পতাকা
হত্যা ধর্ষণ চুরি বহমান।
৫.
ওই দেখা যায় নাস্তিক
ওটাই তাদের গাঁ,
ওই খানেতে বাস করে বিশ্ব পাপীরা।
ও নাস্তিক চাস কি ?
ডাইল পুরি(সিলেট) খাসকি,
একটা যদি পাই(গাঁজা)
অমনি ধরে সবাই মিলে খাই ।
৬.
হাট টি মা টিং টিম
ওদের হাতে রাইফেল মেশিং ,
ওরা নিরহেরে মারে সিং
বাজায় হাট টি মা টিং টিং।
৭.
আয় ছেলেরা আয় মেয়েরা হলমার্কে যাই
সোনার ব্যাংকের টাকা লইয়া ওপাড়ে জমাই ।
দাদার বাড়ি শখের হাড়ি কত্ত রঙিন সুখ,
মারা টাকার মধুর রসে রঙ্গিন করে মুখ।
৮.
পরাণের চালকরে
সাদা বিড়াল কালো হইলো তোর কারনে,
ইচ্ছা করে মাথা দিয়া পাথর ভাঙ্গি
বস্তা ভরা টাকা হইতো আমার সঙ্গি,
ডাকে কাইল্লা বিলাই আজ তোর কারনে
পরানের পুরানরে ....এই কষ্ট যায়না মরনে।
- সুর মিল প্যারোডি কিন্তু সারমর্ম সত্যি
বিষয়: বিবিধ
১৩২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন