মিডিয়াকে বলছি ! ৯০%+ মুসলমানের দেশে নাস্তিকের পক্ষপাত করো না , শুধু সত্যকে প্রচার করো।
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৪৪:১৭ দুপুর
সাংবাদিক নামধারী ছাত্রলীগের ক্যাডার :
পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করে এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি মসজিদের ভেতর আটকা পড়েন তখন জুতা পড়ে কয়েকজন সাংবাদিক মসজিদে প্রবেশ করতে চায়। এ সময় তাদের মুসল্লিরা ধাওয়া করে। পরিস্থিতি এক পর্যায়ে নিয়ন্ত্রণে চলে আসে। বিকাল ৩টার দিকে এটিএন বাংলার একজন রিপোর্টার মসজিদের সামনে গিয়ে পুলিশকে লক্ষ্য করে বলেন, মসজিদ থেকে এদের বের করে দেন। শালাদেরকে পিটান। ক্ষুব্ধ ওই সাংবাদিক একপর্যায় পুলিশকে বলেন, ‘মসজিদ থেকে শালাদের বের করে দেন। পিটিয়ে সাইজ করে দেই।’ ওই সাংবাদিকের দাম্ভিকতা থেকে পুলিশ সদস্যরা মুচকি মুচকি হাসতে থাকেন। অনেক পুলিশ কর্মকর্তা হতবাক হয়ে পড়েন। একজন পুলিশ বলে উঠেন, উনি সাংবাদিক নাকি ছাত্রলীগের ক্যাডার।
- সূত্র দৈনিক ইনকিলাব।
অধিকাংশ সাংবাদিক ভাইয়েরা , তোমরা কি ভেবেছো এই সরকার চিরস্থায়ী রাষ্ট্র ক্ষমতায় থাকবে ? বিবেক কে প্রশ্ন করো ? এই ব্যর্থ সরকার আজ ইসলামের বিরুদ্ধে...এদের পরাজয় নিশ্চিত ইনশাল্লাহ । তোমরা প্রায় সবাই কেন সরকারের পক্ষ নিয়েছো ? কেন ইসলামের বিপক্ষে তোমরা ? কেন ইসলামের জীবণ নবীকে(সাঃ) অপমান করার কথাকে তথাকথিত কাহিনী বলছো ? এসকল নাস্তিকের বিরুদ্ধে কোর্টের মামলাও রয়েছে অনেক আগে থেকেই...
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন