ছাইড়া দে রে কাইন্দা বাঁচি...
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৩:৩৮ সকাল
শাহবাগে যাইতাম মাইরা মানজা
মামু! কি যে শান্তি টানে টানে গানজা,
মাইয়া দেখতাম রসা কচি কানঁচা
ওহ ! কি লস গেল সব চাঞ্চযা... ।
জীবনে দেহি নাই মিডিয়ার কদম
চত্তরে পাইলাম ওনাগো হরদম,
লাইভ শো দেইখ্যা নিজেই হিরো
গর্বতী লাগতো ভাইব্বা বীরও...।
দিনে দেকতাম পাবলিকের বাণ
রাইতে মারতাম কলকিত টান,
এত্তো সুখ খানা ফ্রি সব দান
পাইছিলাম হুজুগের মুক্তি সন্মান...।
দাদাগো নিয়মে জ্বালাইতাম বাত্তি
ট্যাকা আর ট্যাকা মামুগো সত্যি,
বাজাইতাম ঢোল আর স্লোগান নিত্য
গলা ছাইড়া গাইতাম ওনাগো কিত্ত...।
কেমতে যে বুজলো নাস্তিকের আড্ডা
দিছিলাম উড়াইয়া এডা কয় কারডা,
হুজুর সব কইলো পীর আউলিয়ার দেশ
ধরা বুঝি খাইলো প্রজন্মের বেশ
পাবলিক কইম্মা এই সব শেষ,
এইবার কন মামু কিমুন আছি
ছাইড়া দে রে কাইন্দা বাঁচি....।
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন