Oh go On কান নিয়েছে চিলে !!!

লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৩১:০৬ রাত

Oh go On খবর খবর মজার খবর

কান নিয়েছে চিলে,

চিলের পিছে দৌড়ে ব্যকুল সব বয়সী মিলে।

কান নিয়েছে মান গিয়েছে

যার গিয়েছে তার কী?

কান নিয়েছে চিলে তাই চিলকে চেয়ে দেখি।

বিচার চাই ! বিচার চাই ! কান নিয়েছে চিলে

পথিক,পথহারা চেচায় এক সুরে এক তালে।

ছাপোষা মিডিয়া এলো রাজা এলো চিল যাবে কৈ

ভোজন হলো রঙ্গ হলো সাথে চিনি পাতা দৈই।

হলো ফরমান জারি, সব চিলের সঙ্গে আড়ি

ধর চিল কর জবাই জালো আগুন বাড়ি,

অতঃপর...

চিলের পিছে দৌড়ে যখন ক্লান্ত লোক সব

জ্ঞানী জনে ভাবলো এর আসল মতলব,

প্রচার হলো ভুল বুঝে এলো

পস্তালো সকলে মিলে,

বুঝলো এ বেহুদা বুলি কান নিয়েছে চিলে !!! Oh go On

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File