রুপার উত্তরে...
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৪০:১৩ দুপুর
আমি কবিতা লিখতে বসি,
ভেসে উঠে সৃতিতে মিথ্যের জয়ধ্বণি,
কবিতা লিখতে বসি,
শুনতে পাই সম্ভ্রম হারানো মেয়ের আত্ম চিৎকার,
...এভাবে কবিতা লিখা হয়না কভু আর ।
আমি একটি গোলাপ তোমাকে দেব ভাবি
ভালোবাসার কত সপ্ন হৃদয়ে একেঁছে ছবি,
এক মুঠো আবেগে সেজেছিলাম কবি,
আজ বাংলার রাহু গ্রাসে ভুলেছি যেন সবি।
নিপীড়ন নির্যাতন স্টিম রোলার বাংলার বুকে
নিরব কান্না কাঁদে মুসলিম কাঁদে সাগর পাহার শোকে...
যেন মিথ্যের কাছে সত্যের পরাজয়
মুসলিম হয়ে নিরবতায় চরম অবক্ষয়,
অস্তমিত যেন সুখ সপ্ন জীবনের নবীণ রবি
ভুলেছি রুপা তাই ছন্দ আনন্দ
------ভুলেগেছি আমি কবি ।
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন