সত্যই ভালো
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪১:০৫ রাত
সত্য কথা বলা ভালো
সত্য পথে চলা ভালো
গনতন্ত্র চর্চা ভালো
দেশ দরদী নেতা ভালো
হাসি মূখে চলা ভালো
নীচু স্বরে কথা ভালো
লেখাপড়া করা ভালো
মায়ের আদেশ শোনা ভালো
হিংসা-দ্বেষ ভোলা ভালো
মিলেমিশে চলা ভালো
ধর্ম ভালো ধার্মিক ভালো
ন্যায়-নীতিবান শাসক ভালো
জ্ঞানী-গুণী মানুষ ভালো
জ্ঞানের জন্য ভ্রমন ভালো
দ্বীন দুঃখীদের সেবা ভালো
রোগ নিরাময় ঔষধ ভালো
আসলে ভাই সেইতো ভালো
লোকে যারে বলে ভালো।।
সত্য কথা বলা ভালো
সত্য পথে চলা ভালো
গনতন্ত্র চর্চা ভালো
দেশ দরদী নেতা ভালো
হাসি মূখে চলা ভালো
নীচু স্বরে কথা ভালো
লেখাপড়া করা ভালো
মায়ের আদেশ শোনা ভালো
হিংসা-দ্বেষ ভোলা ভালো
মিলেমিশে চলা ভালো
ধর্ম ভালো ধার্মিক ভালো
ন্যায়-নীতিবান শাসক ভালো
জ্ঞানী-গুণী মানুষ ভালো
জ্ঞানের জন্য ভ্রমন ভালো
দ্বীন দুঃখীদের সেবা ভালো
রোগ নিরাময় ঔষধ ভালো
আসলে ভাই সেইতো ভালো
লোকে যারে বলে ভালো।।
বিষয়: সাহিত্য
২৭৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন