মনজাল
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৯:২৩ রাত
আকাশের দিকে চেয়ে বিশালতার বিম্দু
হৃদয়ের মঝে দেখি।
সবুজের দিকে চেয়ে জীবনের রশ্মি
অনন্তর ছুটে চলে।
সৃষ্টিকে দেখি দৃষ্টি মেলে
ফিরে ফিরে আসে আখি।
প্রার্থনায় রত ভাবছে মনে
আসবে কখন প্রভূর ই-মেল।
প্রহর গুনে গুনে ক্লান্ত সে চিন্তিত মন
সমস্যা আছে নেটে।।
বিষয়: সাহিত্য
১০৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন