সরল পথ-২
লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪৯:৪৩ রাত
সরল পথ কি?
সরল পথ হলো সোজা পথ।যাহা সরল সোজা তাহা সত্য ও সুন্দর।কাজেই সরল পথ সম্পর্কে জানতে হলে সত্য কি জানতে হবে।কারন যারা সত্য পথে চলবে তারাই সফলকাম হবে।
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
وَالْعَصْرِ
কসম যুগের (সময়ের),
إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের।
এখানে মহান আল্লাহ সফল মানুষের কথ বলতে গিয়ে সত্যের দিকে পরস্পরকে তাকীদ করার কথা বলেছেন।কাজেই জীবনের প্রতিটা ক্ষেত্রে সত্য কথা বলা অত্যন্ত জরুরী।যিনি সর্বদা সত্য বলতে পারবেন তিনি সরল পথের সন্ধান পাবেন।
জাতীয় জীবনে আমাদের অনেক সম্যসা। কিন্তু আমরা যদি সকলে সর্বদা সত্য কথা বলি তবে সকল সম্যসার ১০০ ভাগ সমাধান হবে কারন............।(চলবে....)
বিষয়: সাহিত্য
২২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন