ধর রাজাকার

লিখেছেন লিখেছেন সত্যই সুন্দর ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২২:০৫ রাত

কই রাজাকার কই রাজাকার?

ওই রাজাকার ওই রাজাকার,

ক্যান রাজাকার ক্যান রাজাকার?

জামাত-শিবির তাই রাজাকার।

কই রাজাকার কই রাজাকার?

ওই রাজাকার ওই রাজাকার,

ক্যান রাজাকার ক্যান রাজাকার?

মৌলবাদী তাই রাজাকার।

কই রাজাকার কই রাজাকার?

বঙ্গবীর হয় রাজাকার,

ক্যান রাজাকার ক্যান রাজাকার?

লীগ করে না তাই রাজাকার।

কই রাজাকার কই রাজাকার?

মোশারফ বেয়াই নয় রাজাকার,

নয় রাজাকার ক্যান রাজাকার?

লীগ করে তাই নয় রাজাকার।

ধর রাজাকার ধর রাজাকার,

সব দলেতে রয় রাজাকার,

দলের কথা শুনবো না আর,

বিচার হবে সব রাজাকার।

বিষয়: বিবিধ

১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File