তৌহিদী জনতার প্রতিবাদ সভা

লিখেছেন লিখেছেন আবু ফারিহা ০৫ অক্টোবর, ২০১৪, ০৩:৩১:২৪ দুপুর
২রা অক্টোবর, ২০১৪ জেদ্দায় কাবাবিশ হোটেলে অাহলুল কোরঅান ওয়াসসুন্নাহর ( অরাজনৈতিক সংগঠন ) উদ্দোেগে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 
উক্ত প্রতিবাদ সভা পরিচালনা করেন অাহলুল কোরঅান ওয়াসসুন্নাহর সদস্য জনাব মাওলানা অাব্দুল্লাহ মিয়াজী।
সভাপতিত্ব করেন অাহলুল কোরঅান ওয়াসসুন্নাহর সম্মানিত সভাপতি জনাব মাওলানা অাব্দুল্লাহ হাসেমী।
এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও জেদ্দা মহানগরীর সম্মানিত সভাপতি জনাব অাব্দুর রহমান, জামায়াত নেতা বিশিষ্ট কমিউনিটি মেম্বার ও বৃহত্তম নোয়াখালী সমিতির প্রধান উপদেষ্ঠা জনাব শাহজাহান সিরাজী, বিশিষ্ট অালেমে দ্বীন মাওলানা মোহাম্মদ ইসলাম, বিশিষ্ট কলামিষ্ট, লেখক ও ব্লগার জনাব ইবনে আহমেদ, জনতার গেলারী থেকে বিশিষ্ট ব্যবসায়ী অাবু তৈয়ুব, জিয়াউর রহমান এবং অারো অনেকে। 
তৌহিদী জনতার একই দাবী ছিলো লতিফ সিদ্দিকীর ফাঁসি কার্যকার করা। 
সরকার যদি তৌহিদী জনতার উপরোক্ত দাবী না মানেন তাহলে কঠোর থেকে কঠোরতর অান্দোলনের ঘোষনা অাসবে এ সংগঠনটির পক্ষ থেকে।
সরকারের প্রতি সবার একই দাবী ছিলো সরকার যদি ইসলামকে ভালবেসে থাকে বা মুসলমানদের প্রানের দাবী বুঝে থাকে তাহলে ইসলাম ও মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে অাঘাত অানার কারণে অচীরেই লতিফ সিদ্দিকীর ফাঁসি কার্যকার করবে। 
বিষয়: বিবিধ
১৬২৩ বার পঠিত, ৩৩ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
ঈদের শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর।
হুংকার কি কাগজে কলমে থাকবে নাকি বাস্তবেও তার প্রতিফলন হবে? কেমন গতানুগতিক হুংকার! বাস্তবায় চাই।
ঈদ মোবারক লেখককে!!
এই লিংকটা পড়ুন।
মন্তব্য করতে লগইন করুন