ঈদের কণা

লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ০৫ অক্টোবর, ২০১৪, ০৩:০২:০৫ দুপুর



১.

ঈদ মানে তো খুশী রাশি রাশি

নতুন জামা গায়ে দিয়ে খুশীর ভেলায় ভাসি,

ঈদেও যারা ছেঁড়া কাপড় গিট্টু দিয়ে বাঁধে

তাদের ব্যথায় মনটা আমার লুকিয়ে কাঁদে।

২.

মরুর বুকের আঁধার মুছে

আঁকলো যিনি ঈদের দিন,

সেই শিল্পির তরে বলি-

লক্ষ হাজার সালাম নিন।

৩.

আমরা শিশু, আমরা কিশোর যারা

সারাটা দিন খেলাধুলা, আনন্দেতে সারা,

আনন্দেও মন্দ আছে, আছে অনেক ভালো

সব হৃদয়ে ছড়িয়ে পড়ুক ঈদের খুশীর আলো।

-৫ অক্টোবর ২০১৪, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

বিষয়: সাহিত্য

১৩১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271636
০৫ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মাশ-আল্লাহ! খুবই সুন্দর হয়েছে!
নিয়মিত হতে ট্রাই করুন! আমরা আপনার লেখা মিস করি!
০৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫৬
215751
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : জীবনটা অনেক দিন থেকেই যেন 'অনিয়মিত' হয়ে গেছে। দৌড়ে কুলোচ্ছি না। মাঝে মাঝে হঠাৎ থেমে গিয়ে লিখে ফেলি দু'এক পংক্তি।
271641
০৫ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৫
ফেরারী মন লিখেছেন : ঈদেও যারা ছেঁড়া কাপড় গিট্টু দিয়ে বাঁধে
তাদের ব্যথায় মনটা আমার লুকিয়ে কাঁদে। Sad

চলুন না এই ঈদে তাদের জন্য কিছু করি।
০৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৪
215754
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : সুন্দর বলেছেন, যদি কিছু করতে পারতাম...!

কিছুদিন আগে লেখা কবিতার একটি লাইন মনে পড়ে গেল-
"হৃদয়ের কান্নাগুলো তবু কিছু মানুষ বিশ্বজুড়ে চিবিয়ে চিবিয়ে খায়…!" লিংক: http://www.fazleelahi.com/archives/707
271656
০৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১০
আফরা লিখেছেন : ফেরারী মন লিখেছেন : ঈদেও যারা ছেঁড়া কাপড় গিট্টু দিয়ে বাঁধে
তাদের ব্যথায় মনটা আমার লুকিয়ে কাঁদে। Sad

চলুন না এই ঈদে তাদের জন্য কিছু করি।
০৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
215806
ফজলে এলাহি মুজাহিদ লিখেছেন : ব্লগাররা আরো আগে থেকে উদ্যোগ নিলে এই ঈদেও কিছু মুখে হাসি ফোটানো যেত। এবারে ঈদ তো কাল (বাংলাদেশে)।
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৫
215878
আফরা লিখেছেন : আর আমাদের ঈদ তো কালকেই শেষ হয়েছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File