ঈদের কণা
লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ০৫ অক্টোবর, ২০১৪, ০৩:০২:০৫ দুপুর
১.
ঈদ মানে তো খুশী রাশি রাশি
নতুন জামা গায়ে দিয়ে খুশীর ভেলায় ভাসি,
ঈদেও যারা ছেঁড়া কাপড় গিট্টু দিয়ে বাঁধে
তাদের ব্যথায় মনটা আমার লুকিয়ে কাঁদে।
২.
মরুর বুকের আঁধার মুছে
আঁকলো যিনি ঈদের দিন,
সেই শিল্পির তরে বলি-
লক্ষ হাজার সালাম নিন।
৩.
আমরা শিশু, আমরা কিশোর যারা
সারাটা দিন খেলাধুলা, আনন্দেতে সারা,
আনন্দেও মন্দ আছে, আছে অনেক ভালো
সব হৃদয়ে ছড়িয়ে পড়ুক ঈদের খুশীর আলো।
-৫ অক্টোবর ২০১৪, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
বিষয়: সাহিত্য
১৩১৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিয়মিত হতে ট্রাই করুন! আমরা আপনার লেখা মিস করি!
তাদের ব্যথায় মনটা আমার লুকিয়ে কাঁদে।
চলুন না এই ঈদে তাদের জন্য কিছু করি।
কিছুদিন আগে লেখা কবিতার একটি লাইন মনে পড়ে গেল-
"হৃদয়ের কান্নাগুলো তবু কিছু মানুষ বিশ্বজুড়ে চিবিয়ে চিবিয়ে খায়…!" লিংক: http://www.fazleelahi.com/archives/707
তাদের ব্যথায় মনটা আমার লুকিয়ে কাঁদে। Sad
চলুন না এই ঈদে তাদের জন্য কিছু করি।
মন্তব্য করতে লগইন করুন