কালের খাঁচায় বন্দি পৃথিবী
লিখেছেন লিখেছেন ফজলে এলাহি মুজাহিদ ১৮ আগস্ট, ২০১৫, ০২:৪৫:২৬ রাত
পৃথিবীর পথে চলতে গিয়ে বুঝতে পারিনি বহুদিন
কোথায় আমি?
দেখেছি আমার চিৎকারে তটস্থ পরিজন
হাত-পা ছুঁড়ি তো যথেষ্ট জায়গা করে দেয় সকলে
আমার ক্ষুধা-তৃষ্ণা অনুভবের আগেই নিবারিত হতো
আদরে, সোহাগে, ভালবাসায়, স্বাধীনতার আধিক্যে
রঙিন ময়ুরের পেখম হয়ে উঠেছিল জীবনের ধারা...
ধীরে ধীরে জ্ঞানের দানা চিবিয়ে চিবিয়ে
ময়ুর আমার শৃংখলিত হতে শুরু করে
পারিবারিক নিয়ম, সামাজিক দায়বদ্ধতা
রাষ্ট্রীয় আইন-কানুন, ধর্মীয় বিধি-নিষেধ
পক্কতায় এসে জ্ঞানের হাল ধরেও বুঝলাম
সত্য বিধানের অধীনতাই প্রকৃত স্বাধীনতা...
হায়! যদি তাই হতো, যদি তাতেই দৃঢ়তা পেতাম
পৃথিবী যেন আমার শৃংখলিত বন্দী আহত ময়ুর
উশৃংখল নিয়ম ভাঙ্গার তুফানে রঙিন পালকে তাণ্ডব...
যুগের ষণ্ডাদের দেখেছে পৃথিবী, সূচনার পরে
নূহের যুগে, ইবরাহীম, মুসা, ঈসা, মুহাম্মাদের(স) যুগে
তারপরে, তারপরে, তারও অনেক পরে, এভাবেই বর্তমানে
দেখেছে আপন ভাইয়ের রক্তে রঞ্জিত হতে
মানুষের লাশের সারি বিছিয়ে দিতে
খুলির সৌধ সাজাতে, রক্তের বন্যা বইয়ে দিতে
দেখেছে মানবের আগমন পথে পাশবিকতার শেষটুকু
দেখেছে ঝাঁঝরা হওয়া শিশুদের তুলতুলে দেহ
আশ্রয় শিবিরে ক্ষুধিতের কান্নার রোল, দীর্ঘশ্বাস
বিচারিক প্রহসনে হত্যার জাতীয় উৎসব
রাতের অন্ধকারে মৃত্যুতে মৃত্যুতে ক্ষমতার অবসান
কবরেও মৃতদের নিরাপত্তা নেই, চুরি অথবা রাজনীতিতে
পৃথিবীর বুকের ভেতর তাই বুঝি অথৈ আগুন...
জগৎ পরিভ্রমণে বেরিয়েছিলাম বিধাতার নির্দেশে
সে-ই ক'বে, শৈশবে
এতদিন পরে মনে হয়, পৃথিবী যেন এক-
'কালের খাঁচায় বন্দি ময়ুর'।
১৭ আগষ্ট ২০১৫, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
বিষয়: সাহিত্য
১০৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন