লোহিত সাগরে ঝিনুকের সাথে কিছুক্ষন
লিখেছেন লিখেছেন আবু ফারিহা ১৬ নভেম্বর, ২০১৪, ০১:০০:৩৭ দুপুর
অামার জীবনের এই প্রথম লোহিত সাগরের তীরে মহান অাল্লাহর অপূর্ব সৃষ্টি জীবন্ত একটি ঝিনুক দেখলাম। অবাক চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম অার ছবি ও ভিডিও করতে ব্যস্ত ছিলাম। অারও অবাক হয়েছিলাম এই ভেবে যে, কিভাবে ক্ষদ্র এই প্রানীটি সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে জীবন সংগ্রামে জড়িয়ে পড়েছে। সমুদ্র চাচ্ছে তার বিশাল ঢেউয়ের মাধ্যমে ছোট্র প্রানীটিকে সমুদ্রের তলদেশে নিয়ে যেতে। অার নান্দনিক ক্ষুদ্র এই ঝিনুকটি তার দেহের সর্বশক্তি প্রয়োগ করে চাচ্ছে সমুদ্রের তীর ঘেঁষে নির্মিত প্রাচীরকে আকঁড়ে ধরে থাকতে। এভাবে হয়তো ঝিনুকটি কিছু সময়ের জন্যে পৃথিবীর অালো দেখতে পারবে ঠিকই। কিন্তু সময়ের ব্যবধানে এক সময় ঠিকই সমুদ্রের তলদেশে হারিয়ে যাবে। তদ্রপ অামরাও যারা ধন-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতার দাপট দেখিয়ে জমিনের উপর গর্ব ও আহংকার করে বেড়াই সময় ফুঁড়িয়ে অাসলে খালি হাতেই ফিরে যেতে হবে। এসব টাকা-পয়সা ও ক্ষমতা কিছুই যাবেনা সাথে। সেদিন যাবে শুধু অামল। তাই বুদ্ধিমানের কাজ হলো জীবনটাকে সৎ অামল দিয়ে সাজিয়ে তোলা।
আরব সাগরের তীরে সাদা ঝিনুক দেখতে আমার খুব ভালো লেগেছে। আপনাদের ভালো লাগার প্রত্যাশায় কিছু জীবন্ত ঝিনুকের ছবি শেয়ার করলাম।
১. এই ঝিনুকটাকে সমুদ্রের ঢেউ এসে ধাক্কা দিচ্ছে.....
২. এই ঝিনুকটা শরীরের পুরো অংশ বাহিরে বের করেছে...
৩. এই ঝিনুকটা সমুদ্রের ঢেউ দেখে পালাচ্ছে.....
৪. এই ঝিনুকটাকেও সমুদ্রের ঢেউ এসে ধাক্কা দিচ্ছে.....
৫. এই ঝিনুকটা দৌড়াচ্ছে......
৬< ৭ ও ৮ নং ছবি.....
বিষয়: বিবিধ
১৬৮৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আস্ সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....!
খুটিনাটি প্রতিটা বিষয়েই বুদ্ধিমানেরা মহান আল্লাহর অপার কুদরত প্রত্যক্ষ্ করে স্বীয় ঈমান কে মজবুত করে!
সাধারণতা থেকেই স্বীয় দৃষ্টি প্রখরতায় অসাধারণ কিছু উপলব্ধিতা তুলে ধরেন আর সবার জন্যে!যেমনটি করলে আপনি শ্রদ্ধেয় আবু ফারিহা ভাই!
সুন্দর সাবলীল বর্ণনা আর চমৎকার ছবি সংযোজনে দারুন উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্হু খাইরান জানাই!
দক্ষ হাতের সুনিপুন নির্দেশনায় সিবিএফ জেদ্দা শাখা এগিয়ে চলুক কাংখিত সাফল্যের স্বর্ণচূড়ায়-এই কামনা আল্লাহর কাছে..।
লেখা আর ছবি দুটো ই ভাল লেগেছে ।ধন্যবাদ ভাইয়া ।
নিপুন সৃষ্টি দেখে তোমাতে হারাই।
কাহাফ লিখেছেন : খুটিনাটি প্রতিটা বিষয়েই বুদ্ধিমানেরা মহান আল্লাহর অপার কুদরত প্রত্যক্ষ্ করে স্বীয় ঈমান কে মজবুত করে!
খুবই চমতকার করে লিখেছেন। আমাদের প্রত্যেককেই এরকম চিন্তা করার তৌফিক দান করুন।আমীন।
কিন্তু এটি কি ঝিনুক না কাঁকড়া!!!
মন্তব্য করতে লগইন করুন