অাজ অামার ২টি অানন্দ
লিখেছেন লিখেছেন আবু ফারিহা ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৩:২৫:২৮ দুপুর
সকলের দোয়ার প্রত্যাশায় অাজ অামি সবাইকে দুইটি খুশীর সংবাদ দিচ্ছি। অাজই দুই জনের পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। অালহামদুলিল্লাহ দু'জনেই ভালো করেছে। অামার অাম্মু ''ফারিহা'' নরসিংদী অাদর্শ একাডেমী, নরসিংদী থেকে বার্ষিক পরীক্ষায় তৃতীয় শ্রেনী থেকে ''প্রথম স্হান'' অধিকার করে চতুর্থ শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে। অার অামার অাব্বু ''ফাহীম" জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ব্রাম্মন্দী কে. কে. এম. সরকারী উচ্চ বিদ্যালয়, নরসিংদী থেকে ''এ গ্রেট'' মানে ৪.৮৯ পেয়ে নবম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে। যদিও ওর এমন রেজাল্ট কারো প্রত্যাশা ছিলোনা। তবে এর প্রকৃত কারণ ও অাছে। পরীক্ষার ১৫ দিন পূর্বে হঠাৎ সাইকেল থেকে পড়ে বাম হাতটি ভেঙ্গে যাওয়ায় প্লাস্টার করা হাত নিয়ে পড়ালেখা তেমন করতে পারেনি। খাওয়া, গোসল, কাপড় পড়া সবই ওর অাম্মুর দ্বারা করতে হয়েছে। ভাঙ্গা হাত নিয়ে ''এ গ্রেট'' পাওয়ায় অামরা মহান রবের শুকুর অাদায় করছি। ভবিষ্যতে ওরা ২ জন যেনো অারো ভালো করতে পারে এবং উত্তম চরিত্রবান হতে পারে এ জন্যে অাপনাদের সবার কাছে ওদের জন্যে দোয়া কামনা করছি।
বিষয়: বিবিধ
১৪৬১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোবারকবাদ, আল্লাহতায়ালা কবুল করুন
আমার ছোট ছেলে পিএসসিতে এ+ (জিপিএ ৫.০০) পেয়েছে- আলহামদুলিল্লাহ
দোয়া চাই
তারা যেন প্রকৃত মানুষ হয়।
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন