সৌদি প্রবাসীদের জন্যে সাময়িক সুখবর
লিখেছেন লিখেছেন আবু ফারিহা ০৭ এপ্রিল, ২০১৩, ১২:২৬:০২ দুপুর
সৌদি বাদশা আব্দুল্লাহ গতকাল ঘোষনা করেছেন যেসব বিদেশীরা অবৈধ ভাবে সৌদি আরবে অবস্হান করছেন তাদেরকে ৩ মাসের সময় দেয়া হলো। গত একসপ্তাহ থেকে পুলিশ বা জাওয়াজাত কর্তৃক যে হামলা বা ধরপাকড় ও আতংক ছিল তাঁর এ ঘোষনায় আপাতত ৩ মাস সকল বিদেশীরা একটু স্বস্হির নিঃশ্বাস ফেলতে পারবে। এ ৩ মাসের মধ্যে যারা অন্য কোম্পানিতে বা অন্য মালিকের কাজ করছে তারা আকামা ট্রান্সফার সহ যাবতীয় কাগজ পত্র বৈধ করার জন্যে বলা হয়েছে। কেউ যদি এ নির্ধারিত সময়ের মধ্যে তাদের কাগজ পত্র বৈধ বা সংশোধন করতে না পারে তাহলে ধরা পরলে ৩ মাসের জেল সহ ১,০০০/- থেকে ৫০,০০০/- রিয়াল পর্যন্ত জরিমানা ধার্য্য করবেন। সেই সাথে কেউ যদি আকামা বা কাগজ পত্র জাল করে আর ধরা পড়ে তাহলে ৩ মাসের জেল বা ১০,০০০/- রিয়াল জরিমানা ধার্য্য করবে। প্রশ্ন হলো আমরা বাংলাদেশীদের আকামা ট্রান্সফার যদি না খুলে দেয় তাহলে এ ঘোষনা আমাদের জন্যে শুধু কাগজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আমাদের ভাগ্যের আকাশের মেঘ দুরীভুত হওয়ার সম্ভাবনা থাকবেনা। তাই এ মুহুর্তে আমাদের আকামা ট্রান্সফারটা আপাতত চালু করার জন্যে সকল বাংলাদেশীদেরকে সরকারের উপর জোর তাগিদ দিতে হবে। না হয় আমাদের প্রবাস জীবনের আয়ু আর মাত্র ৩ মাস। তবে আল্লাহই ভাল জানেন।
আরব নিউজ লিংক....Click this link
বিষয়: বিবিধ
১৮৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন