বাংলাদেশের বেলায় “যুদ্ধাপরাধীদের বিচার” কথাটি প্রচার করা প্রতারণামূলক!!
লিখেছেন লিখেছেন সত্যবাক ০৫ মার্চ, ২০১৩, ১১:১৪:১৩ সকাল
বিবিসিসহ সকল প্রচার মাধ্যমই জানে বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার হচ্ছে না কিন্তু তারা এখনো যুদ্ধাপরাধীদের বিচার কথাটিই প্রচার করে যাচ্ছে! বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেনি। করেছে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল। যেহেতু পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড এর প্রধান জেনারেল নিয়াজীসহ ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানী সৈন্যকে বিনাবিচারে তৎকালীন আওয়ামীলীগ সরকার ছেড়ে দিয়েছিল তাই যুদ্ধাপরাধীদেরকে বিচারের আওতার বাইরে রাখা হয়েছে। বাংলাদেশে চলমান বিচারে জেনারেল ইয়াহিয়া, টিক্কাখান, রাওফরমান আলী, জেনারেল নিয়াজী যারা সরাসরি যুদ্ধের নির্দেশ দিয়েছে, ফিল্ডে সরাসরি হত্যাযজ্ঞ পরিচালনা করেছে ও গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেসব প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার যেখানে হচ্ছে না বরং আইন সংশোধন করে এসব দাগী যুদ্ধাপরাধীদের সসম্মানে বিচারের উর্দ্ধে রাখা হয়েছে সেখানে এ বিচারকে যুদ্ধাপরাধীদের বিচার বলে এখনো প্রচার করা ঠিক নয়। তাই সকল মিডিয়ার উচিত বাংলাদেশের বেলায় যুদ্ধাপরাধীদের বিচার শব্দটি পরিহার করা।
বিষয়: বিবিধ
৯২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন