শাহবাগীদের দম ফুরিয়ে গেলো এত তাড়াতাড়ি !!!!!!!
লিখেছেন লিখেছেন গরমিল ০৫ মার্চ, ২০১৩, ১১:১১:০৬ সকাল
বিএনপি’র হরতাল প্রতিরোধের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ছাত্রলীগের নেতৃত্বাধীন শাহবাগের ‘গণজাগরণ মঞ্চ’। মঞ্চে’র আহ্বায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা ডা. ইমরান এইচ সরকার সোমবার দিবাগত রাতে এমন সিদ্ধান্তের কথা জানালেন।
এর আগে গত শুক্রবার মঞ্চ থেকে জনাব ইমরান ঘোষণা দিয়েছিলেন, “একটি রাজনৈতিক দল যারা বিভিন্নভাবে যুদ্ধাপরাধীদের সমর্থনদিয়ে আসছিল, তারা মঙ্গলবার হরতাল দিয়েছে। এছাড়া জামায়াত শিবির রোববার ওসোমবার হরতাল দিয়েছে।” তিনি বলেন, ‘‘আমরা আগেই বলেছি, বাংলাদেশের রাজপথে আর যুদ্ধাপরাধীদের আচড় পড়তে দেয়াহবে না। তাই যুদ্ধাপরাধীদের এ হরতাল আমরা রাজপথে থেকেই প্রতিহত করবো।”
তবে বিএনপির হরতাল শুরু প্রায় সাত ঘন্টা আগে সিদ্ধান্ত পাল্টালো মঞ্চ। বিক্ষোভকারীদের ওপর সরকারি ‘গণহত্যা’র প্রতিবাদে মঙ্গলবার দেশজুড়ে এ হরতাল ডেকেছে প্রধান বিরোধীদল।
রাতে মঞ্চের মাইকে ইমরান বলেন, “বিএনপির হরতাল নিয়ে জাগরণ মঞ্চের কোনো বক্তব্য নেই। সে কারণে হরতাল প্রতিহত করার কোনো কর্মসূচি থাকছে না’’।
আরটিএনএন
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন