কথায় আছে "পাগলে কি না বলে, ছাগলে কি না খায়"

লিখেছেন লিখেছেন গরমিল ২৮ মার্চ, ২০১৩, ০৬:৫৪:৪১ সন্ধ্যা

"রাতে হরতাল দেয়ার আহবান শিক্ষামন্ত্রীর"

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাতে হরতাল কর্মসূচী দেয়ার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘পরীক্ষা চলাকালে হরতাল আহবান করা হলে আমরা (শিক্ষা মন্ত্রণালয়) কেন বিকল্প ব্যবস্থা রাখব। বিকল্প ব্যবস্থা তারা রাখবে- আমরা কেন রাখব?’ আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা বাধাগ্রস্ত হয় এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন। তিনি আরো বলেন, ‘হরতালে বিকল্প কর্মসূচী তারা যদি বিবেচনা না করে, তা হলে মধ্য রাতে বা শেষ রাতে হরতাল ডাকতে পারে তারা।’ মন্ত্রীর এ বক্তব্য প্রদানকালে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাসির রোল পড়ে।

বিষয়: বিবিধ

১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File