সর্বত্রই যেন দুষ্টের লালন ও শিষ্টের দমন চলছে!
লিখেছেন লিখেছেন সত্যবাক ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০৪:০৬ সকাল
দিনদিন হিংস্রতা আরো বেড়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয় আঙিনায় ছাত্রনামধারী মুষ্টিমেয় সন্ত্রাসীর হাতে সকল নিরিহ শিক্ষার্থীরা জিম্মি হয়ে আছে। সবদিকে কেবল হানাহানি, মারামি,কুনোখুনি।চলন্ত বাসে ধর্ষন, ট্যাক্সিযাত্রীকে গাড়িতে ধর্ষন, নারীর উপর পাশবিক নির্যাতন ও তার ভিডিও চিত্র মোবাইলে ছড়িয়ে দেয়া, ইভটিজিং, সরকারী অর্থ লুটপাট ও দূর্নীতির মহাউৎসব। প্রতিকারের কেউ নেই। সমাজের প্রভাশালীদের পৃষ্টপোষকতায় এসব চলছে। প্রতিবাদ করলে আরো নির্যাতন। এমনকি জীবন হারানের ভয়। চলছে দূর্বলের উপর সবলের আধিপত্য। সর্বত্রই যেন দুষ্টের লালন ও শিষ্টের দমন চলছে।নিরিহ মানুষগুলোর মনে প্রচন্ড ক্ষোভ জমা হচ্ছে। কোথায় যাবে? কি করবে তারা? প্রতিবাদ করলে আরো ক্ষতি হবে এবং সে ক্ষতি থেকে বাঁচাবার কেউ নেই- এমনটি ভেবে নিজের মনের বিরেদ্ধে আপাতত সব অন্যায় নিরবে সব সয়ে যাচ্ছে। কিন্তু এভাবে কতদিন মুখ বুজে সয়ে যাবে তারা? একদিন না একদিন বিস্ফেরণ হবেই। হবে গণবিস্ফোরণ। কিন্তু সে জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে?
বিষয়: বিবিধ
১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন