শাহবাগ থেকে সরাসরি লাইভ- ৭৫ টিভি

লিখেছেন লিখেছেন স্পার্টা ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১৪:৪২ সকাল

আপনারা জানেন, শাহবাগে তরুণ প্রজন্মের মহাজাগরন শুরু হয়েছে। জেগে উঠেছে নতুন প্রজন্ম। অন্যায়ের প্রতিবাদে আজ তারা উচ্চকন্ঠ। আমরা ৭৫ টিভির পক্ষ থেকে সেখানে গিয়েছিলাম লাইভ করতে।

ফাঁসি! ফাঁসি! কাদের মোল্লার ফাঁসি!

ফাঁসি! ফাঁসি! কাদের মোল্লার ফাঁসি!

গো তে গোলাম আযম।

ফাঁসি! ফাঁসি!

ক তে কাদের মোল্লা।

ফাঁসি! ফাঁসি!

ম তে মখা

তুই রাজাকার, তুই রাজাকার

শ তে শাহরিয়ার

ডিম রাজাকার, ডিম রাজাকার

ঐ যে ওখানে ব্যাপক স্লোগান হচ্ছে।বেশ কিছু তরুণ তরুণিকে খুব উত্তেজিত মনে হচ্ছে।

৭৫ টিভি: আচ্ছা ভাই আপনারা এখানে কেন এসেছেন?

সবাই খুব উচ্চস্বরে: আমরা ফাঁসি চাই। ফাঁসি..ফাঁসি। ফাঁসি ছাড়া কোন কথা নাই।

৭৫ টিভি: আচ্ছা ফাসি তো চান ঠিকআছে। তা কার ফাসি? কেন ফাসি?

সবাই খুব উচ্চস্বরে: সব রাজাকারের। সব জামাত শিবিরের ফাসি চাই।

ফাঁসি! ফাঁসি!

ক তে কাদের মোল্লা।

ফাঁসি! ফাঁসি!

গাঞ্জার উদ্ভট গন্ধ আসছিল। একটু বেশি মাত্রায় খেয়েছে মনে হচ্ছে।

৭৫ টিভি: ভাই গাঞ্জার গন্ধ আসছে মনে হয়?

শাহবাগী: সাপ্লাই একটু বেশি তো । তাই ওভার ডোজ নিয়েছিলাম। ফাঁসি! ফাঁসি!

ওদিকে কিছু ছোট বাচ্চা দেখতে পাচ্ছি। মাথায় রাজাকারের ফাসি চাই লেখা। ওদের একটু সাক্ষাৎকার নিই।

৭৫ টিভি: এই যে ছোট্ট মনি তুমি এখানে কি জন্য এসেছ?

বাবু: আমি শিশুপার্কে আসতে চেয়েছিলাম। বাবা এখানে নিয়ে এসেছে। ফাঁসি! ফাঁসি!

বাবা: আসলে পার্কে ঢুকতে টিকেট কাটতে হয়। আর এখানে তো ফ্রি। সাথে টিভিতে একটু দেখানোরও সম্ভাবনা আছে।

ম তে মখা

তুই রাজাকার, তুই রাজাকার

শ তে শাহরিয়ার

ডিম রাজাকার, ডিম রাজাকার

ওদিকে একটা বড় দাড়ি ওয়ালা হুজুর দেখা যাচ্ছে। চল ওনার সাথে একটু কথা বলি।

৭৫ টিভি: হুজুর। আসসালামু আলাইকুম। আপনি এখানে কি করছেন? এখানে তো ইসলামী দলকে নিষিদ্ধ করার কথা বলছে।

হুজুর: বাবা, অনেকদিক লীগের পা চেটে শোলাকিয়ার ইমামতিটা পেয়েছি। এখন একটু কনফার্ম করে যাচ্ছি।আকাশের দিকে তাকিয়ে, ফাঁসি! ফাঁসি!

দর্শকরা, আজ আর নয়। অন্য কোন দিন। অন্য কোথাও আবার দেখা হবে, কথা হবে।

বিষয়: রাজনীতি

১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File