এই কথাগুলো বলতে পারার জন্যই ---???
লিখেছেন লিখেছেন স্পার্টা ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫৮:৩৫ সকাল
বারকাত বলেন, “জামায়াত-শিবিরের ১০ হাজার জঙ্গি এখন ঢাকামুখী। তারা দেশকে পাকিস্তান বানানোর নীল নকশা করছে। আমাদের সতর্ক থাকতে হবে। আজ রাতেও যেকোনো রাজীবকে হয়তো ওরা মেরে ফেলতে পারে। কিন্তু এ আন্দোলন ওরা বন্ধ করতে পারবে না।”
সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নুর এমপি বলেন, “এক রাজীবকে হত্যা করে ওরা (জামায়াত শিবির) ভেবেছিল শাহবাগ থেমে যাবে। যেমনটি ভেবেছিল ২৫ মার্চ গণহত্যার পর। কিন্তু না, ২৫ শে মার্চের পর বাঙালি যেমন গর্জে ওঠেছিল। শহীদ রাজীব তেমনি আমাদের সংগ্রামের পথে অনুপ্রাণিত করছে।”
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম:
ব্লগার রাজীব হায়দার দুষ্কৃতকারীর হাতে নিহত হয়েছে। তাতে শাহবাগ উত্তাল। এমন হওয়াই স্বাভাবিক। কোনো সতীর্থ জীবন হারালে সহযোদ্ধাদের এমন করেই বুক ফাটে। মাননীয় প্রধানমন্ত্রী রাজীবের বাড়ি গেছেন সান্ত্বনা দিতে বলেছেন, ‘এদেশে জামায়াতের রাজনীতি করার অধিকার নেই।’ আওয়ামী লীগের নেতা হিসেবে তার মুখে কথাটি মানালেও, মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে মানায় না। মানুষ শঙ্কায় আছে এসব করে গণতন্ত্রকে হত্যা করতে কেউ কৌশল আঁটছেন কিনা!
বিষয়: বিবিধ
১০২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন