শাহবাগ নাটকের পর এবার মনে হয় শাহবাগ সিনেমা শুরু হল
লিখেছেন লিখেছেন স্পার্টা ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫০:৪০ বিকাল
থাবারে নিয়া শুরু হয়েছে আরেক থাবাথাবি। সে নাস্তিক কি আস্তিক, হিন্দু নাকি মুসলিম এটা কোন কথা নয়। তাকে খুন করা হয়েছে। এটা কিছুতেই মেনে নেয়া যায় না। এটার সঠিক তদন্ত হওয়া দরকার এবং তার প্রকৃত খুনিদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার।
তার গ্রেপ্তারের পর সাথে সাথে শাহবাগ তরিকা পন্তিরা কিভাবে নিশ্চিত হয়ে গেল এটা জামাত শিবিরের কাজ?
তদন্ত হলো না কেউ দেখলো না কারা খুন করেছে। এভাবে কারো ওপর দোষ দেয়া কি প্রকৃত খুনিকে আড়াল করা নয়?
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, “ব্লগার আহমেদ রাজীব হায়দার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল।সে চেয়েছিল যুদ্ধাপরীদের ফাঁসি হোক। আমরা তার হত্যার প্রতিশোধ নেবই নেব। যুদ্ধাপরাধীদের বিচার হবেই।”
তিনি খুনীদের ধরার ব্যপারে কোন কথা বললেন না। খুনিদের বিচার চাইলেন না। তিনি চাইলেন প্রতিশোধ। একটা খুনের পেছনের রাজনৈতিক স্বার্থকেই তিনি বড় করে দেখলেন।
এমনকি তার বাসায় সমবেদনা জানাতে গিয়ে আমাদের মাননীয়
প্রধানমন্ত্রী বললেন,
''জামায়াত-শিবির কোনো গণতান্ত্রিক দল নয়, তারা সন্ত্রাসী দল। এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।''
একটি দেশের প্রধানমন্ত্রী কোন একটি দলের প্রধানমন্ত্রী নন। তিনি এখন জামায়াত-শিবিরেরও প্রধানমন্ত্রী।
থাবাকে কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে এটা এখন কেউ জানে না। অথচ থাবা মারা যাওয়ার পর থেকেই জামাত শিবিরের উপর দোষ চাপানো হচ্ছে। এটা আমাদের দেশে একটা কালচারে পরিনত হয়েছে।
আর এভাবেই খুনিরা পার পেয়ে যায় আরেক জনের উপর দোষ চাপিয়ে দিয়ে।
জামাত শিবিরের ৪ জন হত্যাকান্ডের পরপর এই ঘটনা কেন হল এটাও দেখার বিষয়।
শাহবাগ আন্দোলনকে আরও বেগবান করার জন্যে এ ধরনের একটা নাস্তিককে কি শিকার বানানো হলো?
শাহবাগ আন্দোলনের নগদ নারায়নের কেউ পাবে কেউ পাবেনা ব্যপারও থাকতে পারে। আন্দোলনের শর্ট পন্থি লং পন্থি, উদার পন্থি কট্টর পন্থি ইত্যাদিও থাকতে পারে।
আবার তার এক বান্ধবিকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
সব মিলিয়ে খুন হওয়ার সাথে সাথে কারো উপর দোষ দিয়ে সাথে সাথে তার মুণ্ডপাত করা, তার উপর আক্রমণ করা এটা খুবই বিপজ্জনক কালচার।
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন