আমি এবার সত্যিই নার্ভাস

লিখেছেন লিখেছেন পাগল হাওয়া ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪৮:৩৭ সকাল





আওয়ামিলীগের সেক্রেটারী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন বিএনপি দেশে ভয়াভহ এক খুনের পরিকল্পনা করছে।

আওয়ামিলীগের এই ভবিষ্যত বাণী না জানি এবার ও বাস্তবায়িত হয়ে যায় এই আশংকায় কেমন জানি আতংকগ্রস্ত লাগছে।

আশংকা করছি না জানি শাহবাগ নিয়ে নতুন কোন খেলা শুরু হয়েছে। এমনিতেই ব্লগার রাজিব আততায়ির হাতে খুন হওয়ার আগে শাহবাগের চেহারা কেমন জানি ম্রিয়মাণ হয়ে পড়েছিল। ব্লগার রাজিব প্রাণ দিয়ে শাহবাগ কে যেন নতুন প্রাণ দিয়ে গেল।

গত কয়েকদিন যাবত শাহবাগে লোক বণ্যার যে খরা দেখছি তাতে আশরাফের ভবিষ্যত বাণী কে আরো তাতপর্যপুর্ণ বলে মনে হচ্ছে।

বিষয়: রাজনীতি

১২৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File