রাম-বামদের সুতার পুতুলে পরিণত হতে চলেছে শাহবাগের ছেলেগুলা
লিখেছেন লিখেছেন পাগল হাওয়া ০২ মার্চ, ২০১৩, ০৮:৫৫:৩১ সকাল
শাহবাগীরা যে রাম-বাম দের সুতার পুতুল তা তাদের কর্মকান্ড থেকে আবারো প্রমানিত হল।
সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধীদলের নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল সরকারের বর্বর গণহত্যার তীব্র প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করার কয়েক মিনিটের মধ্যেই শাহবাগীরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অত্যন্ত কুরুচীপুর্ণ ভাষায় আপত্তিজনক ভাবে ব্যাক্তিগত আক্রমন শুরু করেছে। শাহবাগীরা বেগম খালেদা জিয়ার বক্তব্য শেষ হতে না হতেই কয়েক মনিটের মধ্যেই তা্দের প্রতিক্রিয়া দেখাল, যা তাদের মুরুব্বী সংগঠন আওমিলিগ কিংবা বামলিগের চেয়েও তড়িত গতির। শাহবাগীরা যে সরকারের মুখপাত্র তা আর বলার অপেক্ষা রাখে না।
সরকারের প্রটেকশনে শাহবাগীদের এই আস্ফালন বাংলার যুব সমাজ আর চলতে দিতে পারে না।
সচেতন যুব সমাজকে যে বেশী দিন ধোকা দিয়ে বোকা বানিয়ে ফায়দা হাসিল করা যায় না তা তাদের গতকালের তথাকথিত মহাসমাবেশ (?) এর ন্যাক্কার জনক উপস্থিতি দেখলেই বোঝা যায় । এত ঢাক-ঢোল পিটিয়ে, সরকারের সব সুযোগ সুবিধা কাজে লাগিয়েও আশানুরুপ লোক সমাগম না করতে পেরে নাস্তিক শাহবাগীদের মধ্যে চরম হতাশা দেখা দেয়।
বিষয়: রাজনীতি
১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন