হিটলার ও ছিল নির্বাচিত
লিখেছেন লিখেছেন পাগল হাওয়া ১৮ মার্চ, ২০১৩, ০৮:৪৪:১১ সকাল
কানাডার টরন্টো ইঊনিভার্সিটিতে আজ গিয়েছিলাম একিটা সেমিনারে শ্রোতা হিসাবে। সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশের সামপ্রতিক ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে- গনতন্ত্র নাকি ফেসিজম?
সেমিনার আয়োজনে আয়োজকদের অক্লান্ত পরিশ্রমের ছাপ লক্ষ করলাম সুনিপুন ব্যবস্থাপনার মাধ্যমে। কিন্তু প্রথম বক্তার বক্তব্য শুরুর সংগে স্ংগে দর্শক সারিতে বসা কিছু ব্যাক্তির হৈ চৈ শুরু করা দেখে মনে হচ্ছিল বুঝি উদ্দেশ্যমুলক ভাবে ঐ লোকগুলি গন্ডগোল বাধানোর চেস্টা করতে এসেছে।
যদিও মডারেটরের তাতক্ষনিক এবং বলিষ্ঠ হস্তক্ষেপের কারনে বিশৃংখলা কারীরা বেশীদূর যেতে পারেনি, তদুপরি তারা বিভিন্ন বক্তাদের বক্তব্য প্রদানে বার বার বাধা দেয়ার চেস্টা করে যাচ্ছিল।
অনুস্ঠানের শেষ পর্যায়ে এসে লোক গুলি আবারো জোট হয়ে হৈচৈ শুরু করলে তা উপস্থিত সাধারন দর্শক শ্রোতাদের মধ্যে চরম বিরক্তির উদ্রেক করে। এক পর্যায়ে সাধারন দর্শক শ্রোতা্রা বিশৃংখলাকারীদের প্রতরোধ করলে বিশৃংখলাকারীরা অনুস্ঠান স্থল ত্যাগ করে।
খোজ নিয়ে জানা গেছে বিশৃংখলাকারীরা ছিল স্থানীয় আওমিলীগের নেতা কর্মী।
ভাবছিলাম ফ্যাসিজমের জনক হিটলার ও ছিল নির্বাচিত আর আমাদের আওয়ামী সরকারও নিজেদের নির্বাচিত মনে করে। শুধু তাই নয়, আওয়ামিলীগ আর হিটলারের কর্মনীতির মধ্যে কি অপুর্ব মিল!
শেষ মেষ আওয়ামিলীগকে হিটলারী ভাগ্য বরণ করতে হয় কিনা তাই দেরখার বিষয়।
বিষয়: রাজনীতি
১২২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন