ব্লগার রাজিব 'শহীদ' খেতাবে ভুষিত।

লিখেছেন লিখেছেন পাগল হাওয়া ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৬:০২ রাত

আততায়ির হাতে বেঘোরে প্রাণ হারানো ব্লগার রাজিব কে আজ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'শহীদ' খেতাব প্রদান করেছেন।

ব্লগার রাজিব তার ব্লগ গুলিতে ধর্মনিরপেক্ষতা প্রচার করতে গিয়ে ইসলাম ধর্মের নামে, নবী মুহাম্মদ (সাঃ) এর নামে, ফেরেস্তাদের নামে, সাহাবীদের নামে, নবী মুহাম্মদ (সাঃ) এর স্মমানিত বিবিদের নামে এমনকি আল্লাহর নামে যে অশ্লীল শব্দ ব্যবহার করেছেন তা যে কোন বিবেকবান মানুষকেই পীড়া দিবে। ব্লগার রাজিবের অন্তরে যদি নুন্যতম ঈমান থেকে থাকত তবে সে এইসব অশ্লীল কথা গুলি কিভাবে লিখতে পারত?

যে নিজেকে ইসলাম ধর্মের অনুসারী ই মনে করেন না (আততায়ির হাতে নিহত হওয়ার পরে) তাকে শহীদ ঘোষনা দেয়া কি ধর্মের সাথে একটা প্রহসন নয়? অসংখ্য শহীদানের প্রতি কি বিদ্রুপ করা নয়?

অসংখ ধর্মপ্রাণ মানুষকে আঘাত দিয়ে ইসলাম ধর্মের এক গুরুত্বপুর্ণ অঙ্গ 'শহীদ' এর সাথে শেখ হাসিনা এই প্রহসনমুলক এবং বিদ্রোপাত্তক আচরন না করলেও পারতেন।

উল্লেক্ষ্য, পদ্মাসেতু দূর্নিতীতে অভিযুক্ত বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মন্ত্রী আবুল হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে দেশের এক নম্বর দেশপ্রেমিক আক্ষা দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন।

বিষয়: রাজনীতি

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File