খালেদার সিঙ্গাপুর সফর এবং কিছু প্রশ্ন !!!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:০৭:০৮ সকাল

খালেদার সিঙ্গাপুর সফর এবং কিছু প্রশ্ন !!!

সাধারণত চিকিত্সা করাতে খালেদা জিয়া সৌদি আরবে যান কিন্তু গত দুই বছর ধরে সৌদির সাথে সাথে সিঙ্গাপুর যাচ্ছেন চিকিত্সার উদ্দেশে ৷ গত বারের মত এবার ও তার সিঙ্গাপুর সফর নিয়ে অভিজ্ঞ মহলে নানা কানা-ঘুষা চলছে ! এখানে উল্লেখযোগ্য যে গত বছর সিঙ্গাপুর - লন্ডন সফরের পর পরই বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হন , অনেকে বলেন এই জঘন্য কাজ করে খালেদা জিয়া নাকি "এক ঢিলে দুই পাখি" মেরেছিলেন ! প্রথমত , ইলিয়াসের গুমের দায়ভার সরকারের উপর চাপিয়ে আন্দোলনের একটি ইসু তৈরী করতে চেয়েছিলেন আর দিতীয়ত , ইলিয়াসের শূন্য আসনে তারেকের স্ত্রীকে মনোনয়ন দিয়ে রাজনীতিতে চমক সৃষ্টি করা ! সরকার বিরোধী আন্দোলনের ইসুটি মার খেলে ও , ইলিয়াসের আসনে তারেক রহমানের স্ত্রীর মনোনয়ন এখন এক প্রকার নিশ্চিত ৷ আর এবার নাকি খালেদা জিয়া সরকারকে মরণ কামর দেওয়ার জন্য ভয়ঙ্কর এক ষড়যন্ত্র নিয়ে সিঙ্গাপুর-লন্ডন যাচ্ছেন ! কিছু দিনের মধ্যে দেশবাসী হয়ত বড় ধরনের নাশকতামূলক কর্মকান্ড অবলোকন করবে ! আবার অনেকে বলছেন একুশের রাতে শহীদ মিনারে নতুন প্রজন্মের হাতে নাজেহালের ভয়েই নাকি তিনি দেশ ছেড়েছেন !! আর জামাত-শিবির বলছে যে খালেদা জিয়া জামাতের ভারপ্রাপ্ত আমির হওয়ায় বেদিতে ফুল না দেওয়ার জন্য তাদের কথামত দেশ ছেড়েছেন এই সময় !!!!!

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File