ডাঃ ইমরান এইচ (হাঁসি) সরকার...

লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ১৭ মার্চ, ২০১৩, ০৯:৫৭:৪৩ রাত

একটা সময় ছিল (এখনো কিছুটা আছে) বাংলাদেশের সিংহভাগ তরুণ বিদেশী মুভি, গানের ভিডিও দেখে সেদেশীয় নায়িকা, গায়িকাদের প্রতি আকৃষ্ট হত। এমন না যে সে আকর্ষণ পিউর বা এরকম কিছু একটা। শুধুই মনের কামনা। যেখানে কাটরিনা, কারিনা, রিয়ান্না থেকে শুরু করে সানি লিওন পর্যন্ত রেহাই পাই না।

কিন্তু দিন যত গড়াচ্ছে ততই দেশীয় সংস্কৃতির দিকে অনেকে ফিরে আসতেছে। ভাল সংবাদ এটা।

আসলে, এখানে আমি বলতে চাইছিলাম ভিন্ন কথা…

২০০৯ তে ক্ষমতা পাওয়ার পর থেকে যেমন প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছিল তেমনি কিছুদিন যাবৎ লক্ষ করতেছে বেগম খালেদা জিয়ার ও। এরকম হয়ে থাকে, ক্ষমতাই যাওয়ার খুশিতে থাকা বা ইত্যাদি কারণে।

তাই বলে এমন বুড়িদের প্রতি..….…???

ডাঃ ইমরানের এরকম বুড়িলোভীতা দেখে মজা পাচ্ছি। কি দরকার আপনাদের জাগরণে খালেদা?

কেন বারবার বিরোধী দলীয় নেত্রিকে ঐখানে ডাকেন? কৈ, প্রধানমন্ত্রীকে বা সাহারা খাতুনকে একবারো তো ডাকলেন না!

ডাঃ ইমরানের উদ্দ্যেশে খোলা প্রশ্নঃ আপনার আসল উদ্দেশ্য কি একটু জানাবেন প্লিজ?

[ইহা ইমরান বিরোধী হাঁসির স্ট্যাটাস]

বিষয়: বিবিধ

১৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File