জ্ঞানপাপী...
লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ১৬ মার্চ, ২০১৩, ১০:৩৯:৪১ সকাল
কিছু জ্ঞানপাপী তথা অসুস্থ জ্ঞানীদের জন্য করুনা হচ্ছে।
সেসব লোক আমার কাছের কেউ ও হতে পারে আবার কিছু পপুলার (!) ব্লগার ও হতে পারে।
তারা বলেঃ হেফাজতে ইসলাম নাকি জামাত-শিবির এর একটা নতুন চাল!
আরে বলদের দল, হেফাজতে ইসলামকে চিনেন?
কওমি মাদ্রাসা বুঝেন?
যাদের সাথে জামাত-শিবিরের এই যাবৎ কখনো মিলে নাই। জামাত-শিবির আর কওমী মাদ্রাসা'র মধ্যে বিস্তর তফাৎ।
যে বা যারা হেফাজতে ইসলাম আর জামায়াতে ইসলামীকে এক করতেছে তারা কত নির্বোধ!
হেফাজতে ইসলামের ৫০% জনতা একটা মিছিল শুরু হলে শেষ খুঁজতে খুঁজতে দিন শেষ হবে আর মিছিল শেষ হবে না আর তারা বলে এটা নাকি জামাত-শিবির।
বাংলাদেশে এতো জামাত-শিবিরের কর্মী আছে? তাহলে জামাত গত নির্বাচনে মাত্র ২টা আসল পেল কেন? গত নির্বাচনের হিসাবে তাদের লোকবল যদি ধরা হয় তাহলে হবে ৩০-৪০ লাখ! আমি বলছি ১কোটি। তাদের তো অন্তত ৩০+ আসন পাওয়ার কথা! নাকি?
দয়াকরে হেফাজতে ইসলামকে না জেনে জামাত-শিবিরের সাথে এক করবেন না।
এর ফলে কিন্তু আপনারা সব কিছু জামাত-শিবিরকে ক্রেডিট দিচ্ছেন।
আর হ্যাঁ, জামাত-শিবির তাদের আন্দোলনে জিতবে কিনা জানিনা কিন্তু হেফাজতে ইসলাম জিতবেই।
তারা তো যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বলেনি। তারা ভিন্ন ইস্যু নিয়ে ঈমাণ বাঁচাতে এখন রাস্তায়। তাদের শুধু একটা দাবী মেনে নিয়ে শাহবাগী মুষ্টিমেয় নাস্তিককে বিদায় করলে কি এমন ক্ষতি হয় সরকারের?
নিজের ধর্মকে গালি দেওয়ার সমর্থন করে যদি অসাম্প্রদায়ীকতা করতে হয় তাহলে সে অসাম্প্রদায়ীকতাকে আমি তথা সারা বাংলাদেশের ধর্মপ্রীয় জনতা (সে হিন্দু, বৌদ্ধ যে ধর্মেরই হোক) লাথি মারা ছাড়া বেশী কিছু করব না।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন