বর্ষবরণ

লিখেছেন লিখেছেন ওসমান সজীব ১৪ এপ্রিল, ২০১৩, ০১:৫২:৩৯ রাত

নতুন বছর এলো আবার

চারদিকে উৎসব

রঙ্গে রঙ্গিন স্বপ্নগুলো

স্মৃতির পাতায় শৈশব ।

নাগর দোলা প্রাণের মেলা

সব মানুষের ভিড়ে

খুশির জোয়ারে ভেসে যাওয়া

ভালোবাসার নীড়ে ।

ঢাকঢোল আর বাঁশির সুরে

বৈশাখের গান

ইলিশ আর পান্তা ভাতে

ঐতিহ্যের টান ।

নতুন দিনের আলো

নতুন দিনের ভোরের আলো লাগুক সবার মনে

বাঁধ ভাঙ্গা খুশির জোয়ার প্রতিটি ঘরের কোণে।

দেশ প্রেমিক রুপ আর অসাম্প্রদায়িক চেতনা

ঐতিহ্যর দৃঢ বন্ধনে হয়ে উঠুক অনুপ্রেরণা ।

বৈষম্য আর অমঙ্গলের কেটে যাক ছায়া

সবার মনে তৈরি হোক দেশের প্রতি মায়া ।

বৈশাখের মাতাল হাওয়ায় মনের জানালা দাও খুলে

নতুন বছর বরণ করো দ্বিধা দ্বন্ধ ভুলে।

বিষয়: সাহিত্য

৯৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File