" শুভ বিহীন নববর্ষ "
লিখেছেন লিখেছেন সত্য বয়ান ১৪ এপ্রিল, ২০১৩, ০২:১০:৫৪ রাত
রাত পোহালেই বাংলা নববর্ষ । প্রতি বছর এই দিনে বন্ধু বান্ধবদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে থাকি । বাসায় ভাল খাবারের আয়োজন হয়ে থাকে । বন্ধুদের সাথে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম ।
কিন্তু এবারের নববর্ষে কোন বন্ধুকে " শুভ নববর্ষ " জানাব না । আসলে জানাতে পারছি না । কেননা এবারের নববর্ষ এমন একটি সময়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে যখন আমাদের জাতীয় জীবনে একটি বেদনা-বিধুর সময় হিসেবে কঠিন ক্রান্তিকাল অতিবাহিত করছে । যেমন -
১) সরকার বিরোধী জনমত দমনে গনহত্যা হচ্ছে
২) বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দকে বিনা কারনে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হচ্ছে ।
৩) সকল মিডিয়া আইয়ুবশাহীর যোগ্য উত্তরাধিকারী বাকশালশাহীর পদলেহন করলেও বিরোধিতা কারি আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক " মাহমুদুর রহমানকে " কমান্ডো স্টাইলে স্বীয় অপিস হইতে গেফতার করেছে । বাকশাল আবার কড়া নারছে ।
সুতরাং এই নববর্ষে একটি " শুভ বিহীন নববর্ষ " কাটাবো ।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন