***ব্যথিতের নসিহত***
লিখেছেন লিখেছেন egypt12 ০৩ ডিসেম্বর, ২০১৫, ১২:৩৭:৪৭ দুপুর
(১)
আজকে আমি বলবো কিছু অপ্রিয় কথা,
কথা গুলো বলতে পাচ্ছি- হৃদয়ে ব্যাথা।
.
দিনে দিনে মানবতা যাচ্ছে হারিয়ে,
পশুরূপী হায়েনারা দিচ্ছে মাড়িয়ে।
.
মনে রেখে দস্যুভাব উপরেতে প্রেম,
একি লীলা খেলা চলে বলতে লাগে শেম।
.
রাজনৈতিক প্রেম করে নেতা রূপী পশু,
দেশ প্রেমের ফেরীওলার হৃদয়ে নেই কিছু।
.
কথা বেচে, মায়া বেচে, বেচে জনতারে;
ওরা জানি ভালোবাসে শুধু ক্ষমতারে।
.
বাকী সবই জানা আছে ওষ্ঠে আসা বুলি,
পরকালের ভয়টুকুও হলো যে মামুলি।
.
(২)
তবু আজ বলে যাবো ফিকে প্রেমের কথা,
মেকি মায়ায় রচে কতো দুঃখ গাঁথা!
.
প্রতিদিন প্রতিক্ষণে নারী নির্যাতন-
স্বামী-প্রেমিক সব যেন পশুরই মতন!
.
হৃদয় কিংবা কালো আখি? মূল্য যেন নেই;
নিরেট চটুল জৌবিকতা জায়গা নিলো সেই।
.
নারীরাও অর্থ বোঝে হৃদয় বোঝে না,
অর্থ-বিত্তের প্রেমে চলে ছল ও বাহানা।
.
উভয় দিকের ক্ষয়ে গড়ে মেকি সভ্যতা,
হারিয়ে যায়- যাচ্ছে দেখো মানবিকতা!
.
ফিরে এসো ফিরে এসো ভালো ভালো দিন,
সরল খাঁটি প্রেম ছাড়া সব হয়ে যাবে লীন।
.
(৩)
আর কতো দিন বেঁচে রবে? বলো আমায় ভাই;
অমর থাকার প্রমাণ-পত্র ইতিহাসে নাই।
.
তবু কেন এসব করো বলতে পারো কি?
প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বুঝতে পারি নি।
.
কত সময় বাঁচে মানুষ; দু-চার-আটটি যুগ?
স্বল্প দিনের এতো মায়া!? করি যোগ-বিয়োগ।
.
যোগ বিয়োগের ফলাফলে শেষে যেটা পাই,
লাভ বেশী নেই করে এসব ধানাই-পানাই।
.
এসো এসো ভালো পথে গড়ি মহাকাল,
পরকালে ভালোই পাবে; বোনাস ইহকাল।
.
সবাই যদি ভালো চাই এ মানব সভ্যতার,
খুলে যাবে স্বল্প/দীর্ঘ- দু'সুখের দুয়ার।
.
০২/১২/২০১৫
বিষয়: সাহিত্য
১৩৬২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার ছন্দময় সুন্দর কাব্যিক উপস্হাপনা!
অনেক অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইর মুহতারাম!
-অসাধারণ। অনন্য,, ধন্যবাদ
ধর্মের কাহিনী কভু চোরা নাহি শোনে,
কখন ডালিবে ডাকা সেই ক্ষন গোনে৷
নসীহা দেওয়ার কাম দিয়েযান ভাই,
এর চেয়ে বড় কোন হাতিয়ার নাই৷
নারীরাও অর্থ বোঝে হৃদয় বোঝে না,
অর্থ-বিত্তের প্রেমে চলে ছল ও বাহানা।
এক্সিলেন্ট।
পার্থিব প্রতিদান পাবার আশা না করা যে কোন ভালো কাজকে অমূল্য করে তোলে!!
মন্তব্য করতে লগইন করুন