শূন্যতা...
লিখেছেন লিখেছেন egypt12 ১৩ মে, ২০১৫, ০৪:০৩:০৮ বিকাল
হৃদয়ে আজ ভর করেছে
নিদারুন এক শূন্যতা,
খুঁজছে শুধু ভগ্নমনে
সাদা মেঘের শুভ্রতা।
.
মহাবিশ্বে প্রতিদিনই
অনেক কিছু ঘটে যায়-
ক্ষুদ্র আদম তাই বলে কি
সকল বিষয় জানতে পায়?
.
তোমরা যেমন মহাবিশ্বের
ক্ষরণ দেখোনা,
তেমনি ভাবে সেও আমার
জ্বলন বোঝে না।
.
ওই মনের সাথে এই এ মনের
দূরত্ব কি জানতে চাও,
তবে না হয় দূরত্বটা
আলোক বর্ষেই মেপে নাও।
.
এক শহরেই দু-দুটি প্রান
খুবই কাছে অবস্থান!
অতিক্রম কি খুবই সোজা
দু হৃদয়ের ব্যবধান?
.
১৩/০৫/২০১৫
বিষয়: সাহিত্য
৯৮৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুই হৃদয়ের মাঝখানে,
মাপতে শুুধুই পারেন যিনি,
হৃদয় হরার গুন জানে৷
বিয়ের তালে পড়েছেন মনে হয়!
খুবই কাছে অবস্থান!
অতিক্রম কি খুবই সোজা
দু হৃদয়ের ব্যবধান?
হৃদয়ে অনুভুতি যাদের বেশী তারাই কবিতার মাধ্যমে গড়ে তোলে কবিতার হিমালায়। ধন্যবাদ। ভাল লাগল।
মন্তব্য করতে লগইন করুন