***কবির চোখ***
লিখেছেন লিখেছেন egypt12 ২১ এপ্রিল, ২০১৫, ১২:৪১:০৫ দুপুর
নব কবির কাব্য চোখে
আগের তুমিই ভালো ছিলে-
অতঃপর কত দিন প্রস্থান!
আবার অন্য রূপে এলে।
.
যুবকের দু চোখে
আগের তুমিই ভালো ছিলে;
তবু নতুন রূপে
পুরান দোলা আনলে দিলে।
.
তুমি তো জানো না
কবির চোখ কখনই;
চিত্র শিল্পীর চোখের
চেয়ে কম যে নয়!
.
কবি আঁকে অবয়ব
কবিতার ঐ ছন্দে;
চিত্রকর করে এটা
কাঁচা রঙের গন্ধে।
.
জেনো স্বপ্ন আঁকার বেলা-
কেউ নয় ক’ম,
তাই নতুন সৃষ্টিতেও
দুজনেই স’ম।
.
তবু কবি দুঃখ পেলে
কাব্যে অশ্রু ফেলে
চোখে জল আনে না;
এমন ক্ষেত্র পেলে
চিত্র শিল্পী করে কি?
এ কবি তা জানেনা।
.
২১/০৪/২০১৫
বিষয়: সাহিত্য
১০১৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবির চোখ কখনই;
চিত্র শিল্পীর চোখের
চেয়ে কম যে নয়!
.
কবি আঁকে অবয়ব
কবিতার ঐ ছন্দে;
**************
দারুন অনুভুতি....!!! অনেক ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ
আপনাকেও ধন্যবাদ মুন্সি ভাই
মন্তব্য করতে লগইন করুন