পাপেট/ঝি

লিখেছেন লিখেছেন egypt12 ০১ এপ্রিল, ২০১৫, ০১:১৭:২০ দুপুর



গ্রহের উপগ্রহ আছে-

পাপেটের আছে উপ পাপেট,

চামচার থাকে পেটে ক্ষুধা

বসের থাকে ভরা পেট।

.

পাপেট হয়েই কাজে বসে-

সালমান লাগায় হাত,

ডিভাইড-রুলের জনক বলে;

কেয়া বাত কেয়া বাত!

.

ওরা ইরাক ভাঙবে, সৌদি ভাঙবে;

ভাঙতে চাইছে ইরানও,

মুসলিম নামের পাপেটরা তাই

বিশ্বজুড়ে ছড়ানো।

.

ওরা যেমনি নাচায় তেমনি নাচে

নাচের কি যে বাহার!

আবার সস্তা দামে তেল বেচিয়া-

বসের যোগায় আহার।

.

বস মিয়া ভাই অস্র বেচে

যুদ্ধ লাগায় দালালে,

এই কথাটা বুঝেছিল-

ভিন্ন মতের তালালে।

.

তাই তো তাকে দুরে রাখা

রাজের দন্ড থেকে,

বাদশাহ ফয়সল কষ্ট পেতো

এদের কর্ম দেখে।

.

কষ্ট পেতো মহান সাধক

মুহাম্মদ বিন ওহাব,

শুনতো যদি এই ফতোয়া-

শিয়া মারায় সোয়াব।

.

তাদের এসব ভুলের কর্ম

শেখায়নি তো মুরুব্বী,

আসল কথা রাখতে গদি-

এরা যায়ন ঘরের ঝি।

.

ঝিয়ের কাজ তো ধোয়া মোছা-

মনিব রাখা পরিষ্কার,

এর বদলে গদির সুখটা

কত্ত বিশাল পুরুষ্কার!

.

৩১.০৩.২০১৫

[বি.দ্র.- তালাল বলতে এখানে 'বাদশাহ আব্দুল্লাহর প্রভাবশালী সৎভাই প্রিন্স তালাল বিন আব্দুল আজিজ'কে বোঝানো হয়েছে]

বিষয়: সাহিত্য

১০৪৪ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312195
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৪৫
কাহাফ লিখেছেন : তালাল সম্পর্কে বিতর্কিত অনেক কথা শুনা যায়! তালাল কি খুউব ভালো? মনে হয় না!
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:৫০
253232
egypt12 লিখেছেন : সৌদি রাজাদের বিরুদ্ধে গেলেই খারাপ। কারণ বিরোধীদের কাছে রাজ পরিবারের মত ইনভেষ্ট করে সুনাম অর্জন দুরহ। Tongue
312201
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০২:০৯
হতভাগা লিখেছেন :
০১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৬
253289
egypt12 লিখেছেন : হায় হতভাগা মুসলিম Frustrated
312207
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:০১
প্রেসিডেন্ট লিখেছেন : ক্ষমতালোভী এই দালালরা মুসলিম বিশ্বের সর্বনাশটা করছে।
০১ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৪৭
253290
egypt12 লিখেছেন : কি করার আছে ভাই Broken Heart
312292
০১ এপ্রিল ২০১৫ রাত ১১:০৬
আফরা লিখেছেন : ভাল লিখেছেন তো ভাইয়া ।পড়তে ও মজা লেগেছে । ধন্যবাদ ভাইয়া ।
০২ এপ্রিল ২০১৫ সকাল ১১:১১
253419
egypt12 লিখেছেন : ধন্যবাদ আপু Love Struck
312301
০১ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাইনাস
০২ এপ্রিল ২০১৫ সকাল ১১:১২
253420
egypt12 লিখেছেন : কেন ভাই? Frustrated
312356
০২ এপ্রিল ২০১৫ রাত ০২:৪৮
আব্দুল গাফফার লিখেছেন : খুব ভালো লেগেছে , অনেক ধন্যবাদ
০২ এপ্রিল ২০১৫ সকাল ১১:১২
253421
egypt12 লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Love Struck
312422
০২ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



হাড্ডিচোষা শায়েখের দল
খুশীতে দেয় 'স্টেটাস'
মরছে শিয়া, নারী শিশু-
আহ্লাদে কয় 'সাব্বাস'!!
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:০৮
253476
egypt12 লিখেছেন : শুধু কিছু ধর্মীয় মতের ভিন্নতার জন্য একে অপরের হাতে মরতে হবে এটাই ইসলাম Broken Heart
312502
০২ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৯
শেখের পোলা লিখেছেন : বাঃ রে বাহ, খাঁটি কথা কইছেন বটে৷
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২১
254882
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Happy
312587
০৩ এপ্রিল ২০১৫ রাত ০১:৫২
নূর আল আমিন লিখেছেন : বাহ. . .
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২১
254883
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck
১০
312613
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৪:০৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সৌদি আরব ভুল সিদ্ধান্ত নিয়েছে, ইয়েমেনে বোমা হামলা করে, ভবিষ্যতে মুসলিম জাতীকে এর শ্রম মূল্য দিতে হবে!
০৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:২১
254884
egypt12 লিখেছেন : হুম চরম মূল্য দিতে হবে Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File