***সমকাল দর্শন***
লিখেছেন লিখেছেন egypt12 ১৫ অক্টোবর, ২০১৪, ১০:৩৮:১৫ সকাল
স্বপ্ন ও বিশ্বাস জীবনের প্রেরণা,
তার সাথে খুব লাগে আল্লার করুণা।
.
মহানের করুণা এখনো তেমনি আছে,
ঘুরছে পৃথিবী আজও ফুল-ফল গাছে গাছে।
.
শুধু উবে গেছে আজ স্বপ্ন ও বিশ্বাস,
চারিদিকে দেখি শুধু হতাশার নিঃশ্বাস।
.
হতাশার নিঃশ্বাসে শয়তানী মায়া,
তাই আজ ধরণীতে শকুনীর ছায়া।
.
জানতে কি চাও ছায়া কোথা কোথা আছে?
ছায়া গুলো বিষ হয়ে সমাজেই মিশে।
.
তবে এসো বলে যাই কোথা সেই ছায়া,
যে কারণে উঠে গেছে হায়া আর মায়া।
.
রাজনীতি ভালো নীতি প্রজাদের জন্য,
আজ এটা দুর্নীতি রাজাদের পণ্য।
.
আমলারা আগে ছিল জনতার কামলা,
আজ মাথা চুষে খেয়ে ভরে নিজ গামলা।
.
জনতার সাথী পুলিশ লিখা আছে বিধানে,
কাছে গেলে বিজি দেখি ক্ষমতার তোষণে।
.
আমি সত্যটা জানতে খুঁজি সাংবাদিক,
সে সত্যকে ঢেকে দেখায় এদিক ওদিক।
.
নীতির শিক্ষা নিতে গেলাম শিক্ষক পাড়াতে
সেখানেও দেখা গেলো নীতিবোধ মাড়াতে
.
দুই বারে তিন বারে হজ করা ব্যবসায়ী?
নীতিবোধ তারও নেই সেও আজ আততায়ী!
ফরমালিন দেয় সে গরু-মাছ-লিচুতে,
হাশরের ভয় তার আসে নাতো কিছুতে।
.
চিন্তায় শেষে ধরে আজানা ব্যামো,
ডাক্তার দিয়ে যায় ভুলভাল ক্যামো।
.
দেখি ডাক্তার, ভিক্ষুক বাংলার সবি,
হলো আজ নীতিহীন হলো যে লোভী।
.
এবার কি বুঝে গেছো তোমরা কেন কষ্টে?
কেন কেষ্ট পালালো আর দেশ ভরা নষ্টে?
.
সুখ যদি পেতে চাও খোদায়ী বিধান নাও,
নয়তো এ-মনি পথে ভুলভাল লড়ে যাও।
.
লড়ে লড়ে করে যাও সুখ সুখ ছল,
স্বপ্নের সুখ এটা মায়ার শিকল।
.
১৪.১০.১৪
বিষয়: সাহিত্য
১০৮৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সামাজিক অধঃপতনের করুণ অবস্হা কাব্যের নান্দিকতা চমৎকার ভাবে ফুটে উঠেছে।
মহান আল্লাহ তায়ালার কাছে তার বিধানাবলী কায়েম করার মাধ্যমে করুণা চাই.....!
অনেক অনেক ধন্যবাদ.......।
ভালো লাগল।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
জাজাকাল্লাহ।
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
অাপনাকে ধন্যবাদ জাযাকাল্লাহ
গলেতার বেল্ট পরা সেতো এক জন্তু৷
ক্যানসারে রাজনীতি ধুঁকে ধুঁকে মরছে,
হায়েনা আর শকুনেরা আশেপাশে ঘুরছে৷
গলাকাটা ডাক্তার শানদেয় ছুরিতে,
আমলারা পোক্ত ডাকাতী আর চুরিতে৷
শিক্ষার নামচা নাইবা খুললাম,
মুখবুঁজে ঘরে বসে চুপচাপ রইলাম৷
মন্তব্য করতে লগইন করুন