***চির দুখী বলদ জাত***
লিখেছেন লিখেছেন egypt12 ২৬ জুলাই, ২০১৪, ১২:৪৯:২৮ রাত
তুমি বিভেদ করে চলো
শিয়া সুন্নি কুর্দি,
ওরা চালায় কমন রোলার
ঢেকে যায়ন উর্দি।
.
গর্ব করে মুখে আনো
শত কোটি মুসলমান,
বাস্তবে সব হরেক রকম;
ঐক্য ভেঙ্গে খান খান।
.
সবার মাঝে কমন খাবার
তাজা গরুর গোস্ত,
কিন্তু সবাই বায়াস করে
গালি দিয়ে মস্ত।
.
তুই শিয়া কাফের হ্যায়-
সুন্নি এতে ঢোল বাজায়;
তুই সুন্নি আকিদা-হীন;
এতেই শিয়া বাজায় বীণ।
.
মরা মারাই রোজকে রোজ
তোমার আমার রুটিন,
তাইতো সুখে মোদের মারে
ওবামা-পুতিন।
.
ওরা খুবই এলার্ট থাকে
দ্বীনের গন্ধ পেলে,
তুমি আমি গৃহ যুদ্ধে
নিত্য মরি জ্বলে।
.
চিরকালই বলদ রইবে?
বলদ খাওয়া মুসলমান!
এমনি ধারায় কেমনে পাবে?
সোনালী ওই মান ও শান!
.
তোরা নিত্য লুটিয়ে চলিস-
একে আরের ধর;
তাইতো আজরাইল খুবই বিজি
মররে তোরা মর।
.
এই মরণে লাভ কিরে ভাই?
রহিম মারে রহমান!
এভাবে কি চলবে সবাই?
দুঃখ তবে থাক বহমান।
.
২৭.০৬.১৪
বিষয়: সাহিত্য
১২৩৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাম বাবু ঐ হাঁসে,
করিমের বউ বুক চাপড়ায়,
চোখের জলে ভাাঁসে৷
৪ মাজহাব
শিয়া!!!-সুন্নি!!!-ওহাবী!!!-সালাফি!!!
আরও অনেকে...তবে মাজারী ও পীর পুজারীদের বাদ দিলাম তারা তো তাদের নিজের পীরকেই সাহায্যকারী হিসেবে ডেকে থাকে।
আচ্ছা উপরের এত ভাগের মাঝে মুসলিম কে!?
মন্তব্য করতে লগইন করুন