***আরব লীগ আর ও.আই.সি.***

লিখেছেন লিখেছেন egypt12 ১৫ জুলাই, ২০১৪, ০৭:৪৩:০৮ সন্ধ্যা



ওহ আই সি!

হুম...

ওহ আই সি!

সত্যি করে বলনা আমায়

কাজ তোর কি!?

.

তোর দিকে চেয়ে থাকে

একশ কোটি পঞ্চাশ,

তুই তবু যায়ন প্রভুর-

অভিসপ্ত মন চাস।

.

ইরাক পোড়ে আফগান পোড়ে

তুই থাকিস চুপ,

ইরান আর সিরিয়া পুড়লে

জ্বালাস খুশির ধুপ।

.

বিশ্ব মুসলিম মানলো তোদের

নিজের হর্তা-কর্তা,

তুই থাকিস খবিস বুকে

পড়ে সাদা কোর্তা।

.

সাদা কোর্তার জুব্বা ওয়ালা গঠন

করলো আরব দল(লীগ),

ওরা শুধু চেটেই চলে-

ইহুদীদের হলুদ মল।

.

ধ্বংস হবি রঙ্গে থাকা

যায়ন বাদের চর,

ব্রাদারহুডটা আসবে জানি

ভাঙতে জলসা ঘর।

.

তোদের যত রঙ্গশালা

ভাঙ্গবে হিজবুল্লাহ,

ফিলিস্তিনে দুখের জন্য

বিচারক ওই আল্লাহ।

.

আল্লা(হ) যদি বিচার করে

পার পাবিনা রাজারা,

কিসের মোহে তোষণ করিস

ইহুদী আর নাসারা!?

.

সময় আছে ফিরে আয়না

ঐক্যের ওই পথে,

নয়তো তোদের যাত্রা চলুক

হাবিয়ার ওই রথে।

.

ধ্বংসই যদি কাম্য তোদের!

সমূলে হ ধ্বংস;

আরব যত নষ্ট রক্ত

হয়ে যা নির্বংশ।

.

১৫.০৭.১৪



বিষয়: সাহিত্য

১৫৫৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244942
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪২
আফরা লিখেছেন : কখনো ফিরবে না ......।
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৪০
190322
egypt12 লিখেছেন : কে ফিরবে না আপু?
244946
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪৯
সন্ধাতারা লিখেছেন : May Allah gives them hedayat.
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৪০
190323
egypt12 লিখেছেন : Hope so Praying
244957
১৫ জুলাই ২০১৪ রাত ০৯:১২
আজব মানুষ লিখেছেন : ব্যাড লাক ফর প্যালেষ্টাইনিয়ান
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৪১
190324
egypt12 লিখেছেন : নো ব্রাদার ফর অল উম্মাহBroken Heart
244958
১৫ জুলাই ২০১৪ রাত ০৯:১৩
সাদাচোখে লিখেছেন : বেশ ভাল লাগলো আপনার জ্বালাময়ী ছন্দময় বাক্যগুচ্ছ।

১৬ জুলাই ২০১৪ রাত ১২:৪৭
190326
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই দোয়া করবেন Love Struck
244992
১৫ জুলাই ২০১৪ রাত ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিঃ হিঃ হিঃ.....
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৪৭
190327
egypt12 লিখেছেন : Don't Tell Anyone
১৬ জুলাই ২০১৪ রাত ০১:৫৬
190337
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চুপ করুম কেন???
২১ জুলাই ২০১৪ রাত ১২:০৩
191373
egypt12 লিখেছেন : সৌদি আবদুল্লাহ বদ দোয়া দেবে Tongue
২১ জুলাই ২০১৪ রাত ০১:১২
191383
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা ভিসার সাথে তা দিলে কোন আপত্তি নাই।
২৩ জুলাই ২০১৪ দুপুর ০১:২৪
192159
egypt12 লিখেছেন : আবদুল্লাহ ফিলিস্তিনে যাবার ভিসা দিচ্ছে যাবেন? Tongue
245006
১৫ জুলাই ২০১৪ রাত ১১:৩৩
দুষ্টু পোলা লিখেছেন : Oh, I see
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৪৭
190328
egypt12 লিখেছেন : ইয়েস ইউ ক্যান =Happy
245008
১৫ জুলাই ২০১৪ রাত ১১:৩৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : ধ্বংসই যদি কাম্য তোদের!
সমূলে হ ধ্বংস;
আরব যত নষ্ট রক্ত
হয়ে যা নির্বংশ।

Bee Bee Bee
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৪৮
190329
egypt12 লিখেছেন : এটাই হোক phbbbbt
245107
১৬ জুলাই ২০১৪ সকাল ০৬:১০
শেখের পোলা লিখেছেন : বেহেশতের চাইতে দোজখের সংখ্যা আল্লাহ আগে থেকেই বেশী করে রেখেছে৷
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৪০
191293
egypt12 লিখেছেন : হয়ত আমরা সবাই এজন্যই দোজখের ইন্ধন হচ্ছি Broken Heart
245236
১৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মধ্যপ্রাচ্যের নিরবতা ইসরাইলের অন্যতম অস্ত্র
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৪১
191295
egypt12 লিখেছেন : এটা তো আর বলদেরা বোঝে না ওরা বোঝে শুধু ক্ষমতা Crying
১০
245387
১৭ জুলাই ২০১৪ সকাল ০৮:১১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৪১
191296
egypt12 লিখেছেন : ধন্যবাদ ভাই Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File