***আরব লীগ আর ও.আই.সি.***
লিখেছেন লিখেছেন egypt12 ১৫ জুলাই, ২০১৪, ০৭:৪৩:০৮ সন্ধ্যা
ওহ আই সি!
হুম...
ওহ আই সি!
সত্যি করে বলনা আমায়
কাজ তোর কি!?
.
তোর দিকে চেয়ে থাকে
একশ কোটি পঞ্চাশ,
তুই তবু যায়ন প্রভুর-
অভিসপ্ত মন চাস।
.
ইরাক পোড়ে আফগান পোড়ে
তুই থাকিস চুপ,
ইরান আর সিরিয়া পুড়লে
জ্বালাস খুশির ধুপ।
.
বিশ্ব মুসলিম মানলো তোদের
নিজের হর্তা-কর্তা,
তুই থাকিস খবিস বুকে
পড়ে সাদা কোর্তা।
.
সাদা কোর্তার জুব্বা ওয়ালা গঠন
করলো আরব দল(লীগ),
ওরা শুধু চেটেই চলে-
ইহুদীদের হলুদ মল।
.
ধ্বংস হবি রঙ্গে থাকা
যায়ন বাদের চর,
ব্রাদারহুডটা আসবে জানি
ভাঙতে জলসা ঘর।
.
তোদের যত রঙ্গশালা
ভাঙ্গবে হিজবুল্লাহ,
ফিলিস্তিনে দুখের জন্য
বিচারক ওই আল্লাহ।
.
আল্লা(হ) যদি বিচার করে
পার পাবিনা রাজারা,
কিসের মোহে তোষণ করিস
ইহুদী আর নাসারা!?
.
সময় আছে ফিরে আয়না
ঐক্যের ওই পথে,
নয়তো তোদের যাত্রা চলুক
হাবিয়ার ওই রথে।
.
ধ্বংসই যদি কাম্য তোদের!
সমূলে হ ধ্বংস;
আরব যত নষ্ট রক্ত
হয়ে যা নির্বংশ।
.
১৫.০৭.১৪
বিষয়: সাহিত্য
১৫৫৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
সমূলে হ ধ্বংস;
আরব যত নষ্ট রক্ত
হয়ে যা নির্বংশ।
মন্তব্য করতে লগইন করুন