***জাতীয় ঘুম-ভুলের ঘুম***

লিখেছেন লিখেছেন egypt12 ১১ জুলাই, ২০১৪, ০৫:১১:৩৮ বিকাল



হুজুগ হুজুগ হুজুগ হুজুগ-

হুজুগে বাঙাল,

বিনো বিনো বিনোদনটা

নিয়ে সে কাঙাল।

.

বিশ্বকাপের ডামাডোলে

চলে যায় তালপট্টি,

দেখবে সামনে শুনতে হবে-

যা চলে নে গাট্টি।

.

ভাবছ কেঠা বলবে তোমায়

এম'নি যা-তা!

বলার কাজী চরম পাজি

ভার'ত মা-তা।

.

মারে তারা আদর করে

আমাকে সীমান্তে;

আমি খুঁজি ফাঁপা আশা

চ্যাতনা দিক-অন্তে।

.

চ্যাতনারে থামনা এবার

আরও দিবি যাতনা!?

পুরো জাতির সিংহভাগই

ভুলের কাজে রত না!?

.

বেশীর ভাগই ঘুমিয়ে বেঘোর

খেয়ে পিল ওই নকটিন,

তাইতো দাদা দালাল দিয়ে

পূরণ করে ডকট্রিন।

.

যায়ন ডকট্রিন-আইসেন আওয়ার-

নেহেরুর ওই ডকট্রিন,

সবই একই ধ্বংসে দুর্বল-

ধরায় আমায় রং ট্রেন।

.

বেঘোর ঘুমে ঘুমিয়ে থাকা

বলদ রূপী যাত্রীরা,

জেগে উঠো চিড়তে এ জাল-

যা ফেলেছে শত্রুরা।

.

সূর্য দেখো ওই ডুবে যায়-

পতন রোধের শেষ সময়,

কত্তো ডাকি তবু হায়রে-

মরণ বেলায় তাও ঝিমোয়!

.

উঠো উঠো দোহাই হায়রে-

আর রেখোনা ঘুমের ঘোর,

বন্ধ হলে আর পাবেনা-

স্বাধীনতার আলোক দোর।

.

১০/০৭/১৪

বিষয়: সাহিত্য

১১৩০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243774
১১ জুলাই ২০১৪ বিকাল ০৫:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : না ঘুমাইয়া করবেকি????
১১ জুলাই ২০১৪ বিকাল ০৫:২০
189378
egypt12 লিখেছেন : নিজের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে; জাতিকে জঞ্জাল মুক্ত করতে হবে Crying
243794
১১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
হতভাগা লিখেছেন : এই ঘুম ক্রনিক । সেই ১৯৭১ থেকে স্বল্প স্বল্প ডোজে দেওয়া হচ্ছে । প্রথমে কিছু রিয়েকশন হলেও পরে সয়ে গেছে । এখন বরং ডোজ না পেলে অস্থির হয়ে উঠে শরীর ও মন ।
১১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২১
189382
egypt12 লিখেছেন : আপনার মন্ত্যবের সাথে একমত...সবাই এই ক্রনিকে আক্রান্ত বলেই আমাদের ক্রমাগত পেছনে হাঁটা Crying
243948
১২ জুলাই ২০১৪ রাত ০২:২৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৩৫
190316
egypt12 লিখেছেন : আপনাকেও ভালো লাগলো ভাই Love Struck
243993
১২ জুলাই ২০১৪ সকাল ০৬:৪৯
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৩৬
190317
egypt12 লিখেছেন : ধন্যবাদ বড় ভাই Love Struck
244130
১২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩০
আমি মুসাফির লিখেছেন : আমরা যেন সব হারিয়ে সর্বহারা সব কিছু্রই যেন সহ্য করার ক্ষমতা অর্জন করেিছি।
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৩৭
190318
egypt12 লিখেছেন : এভাবে হয়ত স্বাধীনতা হারানোরও ক্ষমতা অর্জন হবে :(
244165
১২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
শেখের পোলা লিখেছেন : ঘুম কাতুরে বাংলাবাসী
ঘুমভেঙ্গে তুইওঠ,
বালিশ বিছান সব হারালি,
ধরেছে লুঙ্গীর খোঁট৷
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৩৭
190319
egypt12 লিখেছেন : এটা খুললেই দিগম্বর Crying
244190
১২ জুলাই ২০১৪ রাত ০৮:৩৩
আফরা লিখেছেন : উঠো উঠো সময় যে আর নাই......।
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৩৮
190320
egypt12 লিখেছেন : সূর্য দেখো ওই ডুবে যায়-

পতন রোধের শেষ সময়,

কত্তো ডাকি তবু হায়রে-

মরণ বেলায় তাও ঝিমোয়! Crying
244276
১৩ জুলাই ২০১৪ সকাল ০৭:২২
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : পড়লাম , দারুণ লিখেছেন !
১৬ জুলাই ২০১৪ রাত ১২:৩৮
190321
egypt12 লিখেছেন : ধন্যবাদ শান্ত ভাই Love Struck
245918
১৯ জুলাই ২০১৪ রাত ০৪:৫৬
জোবাইর চৌধুরী লিখেছেন : শব্দের চমৎকার সব গাঁথুনি। ধন্যবাদ।
২০ জুলাই ২০১৪ রাত ০৯:৩৫
191280
egypt12 লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ জোবায়ের ভাই Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File