***আকাশের জন্য***
লিখেছেন লিখেছেন egypt12 ২২ জুন, ২০১৪, ১১:১৫:৩০ সকাল
আকাশ ভাইরে থেমে যা না
আর কাঁদিস না তুই,
আমরা তো ভাই ভেসে গেলাম
রোডে কাতাল রুই!
.
কাতাল রুই তো চাইনা রোডে-
রোডে গাড়ী চাই,
তিরিশ টাকার রিক্সা ভাড়া
দেড়শ দিয়ে পাই।
.
তোর জানি মন লাগছে খারাপ
আমার কি দোষ বল,
জানি গাঁয়ে নাইছে সুখে
দস্যি ছেলের দল।
.
জানি অনেক খুশি আছে
নতুন বর বধু,
জানি নতুন আশা পেলো
মাচার লাউ-কদু।
.
তবু...
আমরা যারা শহরবাসী
তারা ভালো লাইরে,
সকাল বিকেল অর্থ চিন্তা
শান্তি কোথা পাইরে!?
.
এটার সাথে যুক্ত হলো
তোমার অঝর কান্না,
কেমনে বলো শেষ হবে ভাই
গরিব মায়ের রান্না।
.
কেমনে বল অফিস করে
কেরানি মধ্যবিত্ত!?
তোমার অস্রু শান্তি হরে
অস্থির আজ চিত্ত।
.
সুরুজ ভাই তো দাগা দিলো
তুমি দিচ্ছ বন্যা,
এমন নিঠুর কেন হলে
কাঁদে টোকাই কন্যা।
.
জানি জানি আয়েস করে
বারান্দায় বসে,
তোমাকে কেউ বাহবা দিচ্ছে
কঠিন আবেশে।
.
কিন্তু তাদের সংখ্যা তো কম-
তারা চোষে মজুরী ঘাম;
.
তুমিও তাদের দলে!
.
কষ্ট পেলাম এইনা দেখে
দুঃখ পেলাম ছলে।
.
আকাশ তুমি ছল ছেড়ে দাও
তোমায় দেবো খুশি,
তোমার জন্য হরেক আশা
সবাই মিলে পুষি।
.
এমনি ধারায় কান্না করে
ভাসাইওনা নীড়,
ভাঙ্গিওনা দুখীর বসত
হইও না অধীর ।
.
তারচে বরং গরম কালে
দিও অল্প গরম,
বরষাকালে কাঁদার সময়
করো একটু শরম।
.
এতেই কমবে দুঃখ সবার
কমলে রোদের তেজ,
বরষা কালেও ঘরটা যেন
করতে না হয় সেচ।
.
২২.০৬.১৪
বিষয়: সাহিত্য
১০২৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ কোন অবস্থাতেই সন্তষ্ট হয়না।
দিও অল্প গরম,
বরষাকালে কাঁদার সময়
করো একটু শরম।
বেশী না হয়ে কম কম হলেই তো পারে :(
খুব ভাল লাগল আপনার কবিতা পড়ে। সত্যিই চমৎকার কবিতা লিখেছেন।
খুব ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন