***গভীর চাওয়া***
লিখেছেন লিখেছেন egypt12 ১৭ জুন, ২০১৪, ০৮:৪৪:১৮ সকাল
হতাশার বৃত্তে ঘেরাও হয়েছি-
না পাওয়ার গ্লানিকে
নিয়তি মেনেছি।
.
অনন্ত কালের স্রোতে
খড়কুটো আমি,
তাই হতাশার যত
গ্লানি আমি টানি।
.
জানি আমি নিয়তির
বিধি অলঙ্ঘনীয়,
মনের ইচ্ছা তবু
থাকে অপরিবর্তনীয়।
.
আমি চাই বিধিতে
আসুক পরিবর্তন,
আমার দুর্দিনের হোক
শুভ সমাবর্তন।
.
এটাই চাওয়া আজ
মহানের কাছে,
এতেই আসবে সজীবতা
মৃত জীবন গাছে।
.
০৬.০৬.১৪
বিষয়: সাহিত্য
৮৪৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহানের কাছে,
এতেই আসবে সজীবতা
মৃত জীবন গাছে
আসুক পরিবর্তন,
আমার দুর্দিনের হোক
শুভ সমাবর্তন।
এটা সবার জন্য হোক এ কামনা করি।
অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন