***দোয়া***
লিখেছেন লিখেছেন egypt12 ১৬ জুন, ২০১৪, ০৮:৪৪:০০ সকাল
অপরূপ এ ধরণীর হে
অপরূপ বিধাতা,
ক্ষমা করো এ ক্ষুদ্রের
কু-দোষ অপারগতা।
.
দুহাত তুলেছি তোমার দরবারে
দাও দাও হেদায়াত,
হেদায়াত ছাড়া কঠিন হাশরে
মিলবেনা শাফায়াত।
.
অনেক আশায় করেই চলেছি
তওবা অশ্রুপাত,
তোমার রহম দাওনা আমায়-
ফেড়ে আসমান সাত।
.
১৭.০৩.১৪
বিষয়: সাহিত্য
১১০২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ভালো লেগেছে।
মন্তব্য করতে লগইন করুন