(বাংলিশ কাব্য-২) ***নিউ হট কামার***
লিখেছেন লিখেছেন egypt12 ১৫ জুন, ২০১৪, ০৮:৩৯:১২ সকাল
লিসেন সি ইজ নিউ কামার
ইন দিস হট সামার,
গায়ে তার অভাব আছে
কোর্তা কিংবা জামার।
.
তাইতো সবাই ডাকে তাকে
ওহ সো হট,
তুমি হলে যৌবন রাণী-
হৃদয়ের নট।
.
তুমি করবে প্রতিদিনই
যৌবন ডিস্ট্রিবিউশন,
সবাই এটা প্রেমই বলে-
নট প্রস্টিটিউশন।
.
মেকি প্রেমে বলবে সবে
তোমায় করবে ম্যারেজ,
ঐ ফাঁদেতে তুমি হবে ময়লার
একখান গ্যারেজ।
.
গ্যারেজ যখন পারবে না আর
বইতে পাপের বোঝা,
এ্যাবরশনই করবে তখন
হিসাব সিম্পল সোজা।
.
এমনি স্রোতে যৌবন গেলে
আসবেনা আর ভ্রোমর,
তুমি হবে পরিত্যাক্ত
ফাঁস যদি হয় গোমর।
.
ওহ কিউটি;
সবই করে পরে সাজো সতী!
ভুলের ট্রেনের পথটা ছাড়ো
সৎ পথে হও ব্রতী।
.
০৫.০৫.১৪
(বাংলিশ কাব্য-১)
বিষয়: সাহিত্য
১৫৬৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলা ইংলিশ দুইটাকেই খুন করলেন।
.
..
তুমি করবে প্রতিদিনই
যৌবন
ডিস্ট্রিবিউশন,
সবাই এটা প্রেমই বলে-
নট প্রস্টিটিউশন।
বাংলিশ কাব্য ভালোই হলো
উঠেছে সত্য চিত্র ফুটে
তবুও তো তার হয়না হুঁশ
আবার বললে রাগে চটে।
সব কারিয়ে হন্যে হয়ে বাংলিশ কবি খুঁজবে
চমত্কার কবিতা, সময়োপযোগি
বাস্তবতার শতভাগ প্রয়োগ, তবে আধূনিক বেইশ্যাগুলোর কাটা গায়ে নুনের চিটা পড়েছে!
কিন্তু কে শোনে কার কথা?
ধন্যবাদ।
ধন্যবাদ।
চমৎকারা চমৎকারা
লিখছেন একখান ছন্নছড়া।
মন্তব্য করতে লগইন করুন